প্রকাশ: রোববার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম (ভিজিট : ৭৯)
ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানিয়েছে, অভিযানে তাদের হেফাজত থেকে আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রোববার রাত ৩টা ৩০ মিনিট পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় তেজগাঁও বিভাগের ১২০ জন পুলিশ সদস্য জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এ সময় ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৪০ জনকে গ্রেপ্তার করে।
রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।