বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
ইউক্রেন নিয়ে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের ‘কোনো স্থান নেই’: রুশ পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ১১)

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় 'তাদের কনুই দিয়ে ঠেলে প্রবেশ করার চেষ্টা করছে' বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার মতে, পশ্চিমারা রাশিয়ার প্রতি প্রকাশ্য শত্রুতাপূর্ণ অবস্থান নিয়েছে। এ কারণে এই জোটকে আলোচনার বাইরে রাখা উচিত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইউক্রেন সংকট নিয়ে এক গোলটেবিল বৈঠকে ল্যাভরভ বলেন, ইইউ দেশগুলো 'স্পষ্টতই, বেশ নির্লজ্জভাবে, আলোচনার টেবিলে স্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে।' তার মতে, ইইউ 'মূলত বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায়।'

ইইউ 'স্পষ্টতই, বেশ নির্লজ্জভাবে, আলোচনার টেবিলে স্থান পুনরুদ্ধারের চেষ্টা করছে।' তারা 'মূলত বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায়'

তিনি যুক্তি দেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইউক্রেনে সম্ভাব্য সেনা মোতায়েনের বিষয়ে বিতর্ক করার সময় ইইউ 'রাশিয়ার ওপর কৌশলগত পরাজয় ডেকে আনার প্রতিশোধের অবস্থান' বজায় রেখেছে। অবশ্যই, আলোচনার টেবিলে এর কোনো স্থান নেই।

মস্কো যে কোনো অজুহাতে প্রতিবেশী দেশে যে কোনো পশ্চিমা সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছে। তারা বলেছে, সংঘাতের অন্যতম প্রধান কারণ হলো রাশিয়ার দোরগোড়ায় ন্যাটোর সম্প্রসারণ।

রাশিয়া আরও সতর্ক করে দিয়েছে, ইউক্রেনে যে কোনো অননুমোদিত বিদেশি সেনাকে 'বৈধ সামরিক লক্ষ্যবস্তু' হিসাবে বিবেচনা করা হবে।

লাভরভ আরও উল্লেখ করেছেন, সংঘাত নিরসনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা বন্ধ করতে ইইউ ও কিয়েভ উভয়ই চেষ্টা চালাচ্ছে এবং রাশিয়ার সঙ্গে অচলাবস্থায় ফিরে যেতে রাজি করাতে চাইছে। তারা মূলত, বাইডেনের যুদ্ধকে ট্রাম্পের যুদ্ধে পরিণত করতে চায়।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতা করার চেষ্টা করছেন এবং রাশিয়ার সঙ্গে বেশ কয়েক দফা আলোচনার নেতৃত্ব দিচ্ছেন।

এই প্রচেষ্টা আগস্টের মাঝামাঝি সময়ে আলাস্কায় মার্কিন-রাশিয়া শীর্ষ সম্মেলনের মাধ্যমে সমাপ্ত হয় - বিশেষ করে ইইউ বা ইউক্রেনীয়দের অংশগ্রহণ ছাড়াই। উভয় পক্ষই বৈঠককে 'ফলপ্রসূ' বলে বর্ণনা করেছিল, যদিও কোনো অগ্রগতি হয়নি।

ট্রাম্প পরে বলেছিলেন, ইউক্রেন ন্যাটোতে যোগদান বা ক্রিমিয়া পুনরুদ্ধারের আশা করতে পারে না।

২০১৪ সালে কিয়েভে পশ্চিমা-সমর্থিত অভ্যুত্থানের পর ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে অঞ্চলটির বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যোগদানের পক্ষে ভোট দিয়েছিল। ট্রাম্প অস্থায়ী যুদ্ধবিরতি চাওয়ার পরিবর্তে স্থায়ী শান্তি বন্দোবস্তের দিকে মনোনিবেশ করেছেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের আহ্বান দিলেন তারেক রহমান
রাজাকারের নাতিপুতি বলে শিক্ষার্থীদের ট্যাগ দেওয়া ছিল অমর্যাদাকর
আসন্ন নির্বাচনে হাসিনাসহ শেখ পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না
ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজে নবীন-বরণ
কালিয়াকৈরে দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার পিচ্চি আকাশ গ্রেফতার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
আমার পছন্দ দেশি ছেলে: সেমন্তী সৌমি
বিদেশি গোয়েন্দা পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এনায়েত
নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ
অ্যাসোসিয়েশন অফ ডেন্টাল এনাটমির কমিটি ঘোষণা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com