বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


আন্তর্জাতিক
ইসরায়েল গাজা শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করেছে
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : ৯)
ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইউএসভিত্তিক সংবাদ প্রকাশনা এবং মিডিয়া সংস্থা অ্যাক্সিওস জানিয়েছে, নগরীর উপকণ্ঠ থেকে শুরু হয়েছে অভিযান। শহরটি এই অঞ্চলের সবচেয়ে বড় নগর কেন্দ্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শুরুতে পরিকল্পনা ছিল ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সব মানুষকে সরানোর পরই অভিযান শুরু হবে। কিন্তু গত দুই মাসে খুব অল্পসংখ্যক মানুষকেই সরানো সম্ভব হয়েছে। তাই, সেই পরিকল্পনা বাতিল করে এখনই অভিযান শুরু হলো।

এই অভিযান এসেছে শহরের ওপর কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক বিমান হামলার পর।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে সামরিক বাহিনীকে গাজা শহর দখলের নির্দেশ দিয়েছিলেন। তিনি গাজা শহরকে সেই জায়গা হিসেবে বর্ণনা করেছেন যেখানে জঙ্গি গোষ্ঠী হামাসের ঘাঁটি রয়েছে।  তাই হামাস নির্মূলের জন্য গাজা সিটি দখল অনিবার্য!

এই পরিকল্পনা অনুমোদনের পর থেকেই গাজা সিটি বিমান হামলার মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে ইসরায়েল। একের পর এক বহুতল ভবনকে বানানো হচ্ছে হামলার লক্ষ্যবস্তু। গত  কয়েক সপ্তাহ ধরে গাজা শহরের উপকণ্ঠে কার্যক্রম চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং শহরের কেন্দ্রে পৌঁছানোর দিকে এগোচ্ছে। সেখানে গত মাসে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

সোমবার এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছে, এখন পর্যন্ত এলাকাটি থেকে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ পালিয়ে গেছে। জাতিসংঘ জানিয়েছে, আরও ১ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার ভোরে এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, গাজা আগুনে পুড়ে যাচ্ছে। আইডিএফ সন্ত্রাসী অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং সাহসের সঙ্গে লড়াই করছে যাতে বন্দিদের মুক্তি এবং হামাসের পরাজয় নিশ্চিত করা যায়।

হামাস ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ২০০ মানুষ নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় অন্তত ২৫১ জন। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজায় বাকি ৪৮ বন্দির মধ্যে ২০ জন এখনও জীবিত।

এর জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক অভিযান চালিয়ে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দেয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

বৈশ্বিক খাদ্য পর্যবেক্ষক বলেছে, এই অঞ্চলের একটি অংশ দারিদ্র্য ও দুর্ভিক্ষে ভুগছে। ইসরায়েল ইতিমধ্যেই গাজার প্রায় ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। গত সপ্তাহে ইসরায়েল কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যে বিস্তৃত সামরিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তানজিদ তামিমের ফিফটিতে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জি এম কাদের, পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের
বাংলাদেশ সফরের সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম
ডাকসু-জাকসু নির্বাচনে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী
উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে
দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাবে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com