বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
বাংলাদেশ সফরের সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ৩৬)
আফগানিস্তানের বিপক্ষে আজ ( ১৬ সেপ্টেম্বর) আবুধাবিতে বাঁচা-মরার ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। জিতলে টিকে রবে এশিয়া কাপের শেষ চারে যাওয়ার আশা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের সূচি জানতে পেরেছে বাংলাদেশ।

অক্টোবরে সিরিজে খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ, এটা অবশ্য আগেই ঠিক হয়েছিল।

তবে কবে শুরু হবে তা এত দিন জানা যায়নি। গতকাল বাংলাদেশের বিপক্ষে সিরিজটির সূচি নিশ্চিত করেছে ক্যারিবিয়ানরা। সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবেন শাই হোপরা।
ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজটি শুরু হবে আগামী ১৮ অক্টোবর। বাকি দুই ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। আর সফর শেষ করবে সংক্ষিপ্ত সংস্করণ দিয়ে। তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর।
৩০ অক্টোবর দ্বিতীয়টির বিপরীতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ নভেম্বর। তবে বাংলাদেশের কোনো ভেন্যুতে হবে এবং কখন ম্যাচ শুরু হবে তা জানানো হয়নি এখনো।
অবশ্য শুধু বাংলাদেশের সূচিই জানায়নি ক্যারিবিয়ানরা, আরো তিন দলের বিপক্ষে কখন কোথায় ম্যাচ হবে সেটিও নিশ্চিত করেছে তারা। বাংলাদেশে আসার আগে যেমন এ মাসের শেষ দিকে নেপালের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে শারজায়। এই সিরিজ শেষে ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ।

শুবমান গিল-রোহিত শর্মাদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে।
ভারত থেকেই বাংলাদেশে আসবেন রোস্টন চেস-শামার জোসেফরা। বাংলাদেশ সফর শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে তারা। সেই সফরে ৫ টি-টোয়েন্টি ও সমান তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বলা যায়, এভাবে দেশ ভ্রমণে এ বছর শেষ করবে তারা।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তানজিদ তামিমের ফিফটিতে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জি এম কাদের, পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের
বাংলাদেশ সফরের সূচি ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারতের আসাম
ডাকসু-জাকসু নির্বাচনে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী
উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, তিনজন কারাগারে
দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো গেলে যুক্তরাষ্ট্র শুল্ক আরও কমাবে: বাণিজ্য উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com