প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৩ পিএম (ভিজিট : ৬৮)
নারায়ণগঞ্জে আসছেন ঢালিউডের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ও নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল। তারা আগামী ১৯ সেপ্টেম্বর আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
নাট্যকার, অভিনেতা, ছড়াকার, সাংবাদিক ও সংগঠক সাব্বির আহমেদ সেন্টুর হাতে গড়া লেখক ও সাহিত্যিকদের প্রাণের সংগঠন ধ্রুব সাহিত্য পরিষদ এর দুইযুগ পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ এর আলী আহমদ চুনকা নগর মিলনায়তন হলে আয়োজন করবে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক ও ছোট পর্দার জনপ্রিয় নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল।
দ্রুব সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রোটারিয়ান মো: দিদার খন্দকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সালাম ষ্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও বাংলাদেশ ষ্টিল রি- রোলিং মিলস এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট মো: রেজাউল করিম রাজু।মঞ্চ ও টিভি অভিনেতা মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো: :শহীদুল্লাহ্,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন টেলিভিশন নাট্য প্রযোজক মনিরুজ্জামান স্বপন প্রমুখ।