প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম (ভিজিট : ৪৭)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ডাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম হোসেন সানির সঞ্চালনায় শোকসভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী, সহ সাধারন সম্পাদক স্বপন সরকার, চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক ডি এম এরশাদুল আলম, নজরুল ইসলাম, অর্জুন সরকার, নাছিম আহমেদ শিমুল, রাফিউল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদ বৃন্দ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। মোনাজাত শেষে সাংবাদিক শিবলীর রুহের মাগফেরাত কামনা করা হয় ও তবারক বিতরণ করা হয়েছে।