রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কুড়িগ্রামের টুনুরামের হাতে প্রাণ পাচ্ছে দুর্গোৎসবের প্রতিমা
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ১৮)
ভোগডাঙ্গা ইউনিয়নের মালীপাড়া গ্রামে ঢুকতেই ভেসে আসে কাদামাটির গন্ধ। টুপটাপ হাতুড়ির শব্দ, বাঁশের কাঠামো আর শুকোতে দেওয়া প্রতিমার সারি যেন ঘোষণা দিচ্ছে—আর ক’দিন পরই শারদীয় দুর্গোৎসব। এই দৃশ্যের মাঝেই মগ্ন হয়ে আছেন গ্রামের বিখ্যাত প্রতিমাশিল্পী শ্রী টুনুরাম মালাকার।

সকালে গিয়ে দেখা গেলো টুনুরামের বাড়ির উঠোনে সাজানো একের পর এক প্রতিমা। কারো চোখে ইতিমধ্যেই রঙ তুলির ছোঁয়া, কারো শরীরে এখনও শুকোতে থাকা কাদামাটি। পাশে বসে আছেন তার সহধর্মিণী, হাতে রঙের তুলি। আরেক কোণে শালক সঞ্জয় মালাকার প্রতিমার গায়ে শেষ মুহূর্তের পালিশ করছেন। তিনজনের ব্যস্ততায় বোঝা যায়, এই উৎসবকে ঘিরে তাদের পরিশ্রম কতটা নিবেদিত।

টুনুরাম মালাকার বললেন, আমাদের পূর্বপুরুষরাও প্রতিমা তৈরি করতেন। ছোটবেলা থেকেই শিখেছি। আজও মনে হয় আমি যেন মায়ের রূপকে গড়ে তুলি, শুধু মাটি নয়—ভক্তি দিয়েও।
তিনি জানালেন, প্রতিবছর প্রায় ২০টি মণ্ডপের জন্য প্রতিমা তৈরি করলেও এবার বাড়তি চাহিদার কারণে ২১টি প্রতিমা বানাচ্ছেন। ইতিমধ্যে কাঠামো শেষ, এখন চলছে রঙের পালা।

তার সহধর্মিণী জানালেন, সময়মতো প্রতিটি মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে দিন-রাত পরিশ্রম করছি। তবে পূজার দিন মানুষের মুখে হাসি দেখলে সব কষ্ট ভুলে যাই।
শালক সঞ্জয় মালাকার হাসিমুখে যোগ করলেন, দুলাভাইয়ের কাছে থেকেই কাজ শিখেছি। একসাথে প্রতিমা বানাতে ভীষণ ভালো লাগে। দুর্গাপূজার সময়টা শুধু কাজ নয়, আনন্দও।

প্রতিমা নিতে আসা আনন্দ চন্দ্র বলেন, প্রতিবারই আমরা টুনুরামের কাছে প্রতিমা বানাই। তার হাতে প্রতিমা যেন জীবন্ত হয়ে ওঠে।

শ্রী পবিত্র বর্মনও যোগ করলেন, টুনুরামের তৈরি প্রতিমার মান নিয়ে কারো প্রশ্ন নেই। সময়মতো সুন্দরভাবে বানিয়ে দেন, তাই এলাকার সবাই তার ওপর নির্ভর করে।
তবে এবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মালীপাড়ার মানুষ নিরাশ নন। তারা বিশ্বাস করেন, মানুষের ভেতরের মানবতাই সবচেয়ে বড় নিরাপত্তা।

অবশেষে বলা যায়—শারদীয় দুর্গোৎসবের রঙ-আলো-আনন্দের আড়ালে যে অদম্য শ্রম, সেই গল্পের নায়ক কুড়িগ্রামের শ্রী টুনুরাম মালাকার। তার হাতে প্রতিমা শুধু মাটির তৈরি নয়, মানুষের ভক্তি ও আনন্দের রঙে রঙিন হয়ে ওঠে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নতুন বেতন কাঠামো ছয় মাসের আগেই চূড়ান্ত হবে: জাতীয় বেতন কমিশন চেয়ারম্যান
জাতীয় নির্বাচন সামনে রেখে ডিসি পদে আসছে আরও পরিবর্তন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু
সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্ব হস্তান্তর
গজনী বিটে বালু পাচার: ইউএনওর কঠোর অবস্থান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বলিউডের সিরিজে রেট্রো লুকে চমক দেখালেন আরিফিন শুভ
রক্তচাপ কম, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে
এনবিএফআই-ব্যাংক খাতের দাপটে সূচক বেড়েছে, লেনদেন নেমেছে তলানিতে
বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসু ভোটগ্রহণ
রামপুরা মানবতাবিরোধী মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৬ সেপ্টেম্বর
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com