রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩০ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ঝিনাইগাতীতে সচেতনামূলক সভা: মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৭ পিএম   (ভিজিট : ২২)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও চৌরাস্তা বাজারে শুক্রবার (১২সেপ্টেম্বর) রাত ৮টায় মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমিন। তিনি বলেন, “মাদক, জুয়া, চুরি কিংবা সন্ত্রাস-যে কোনো ধরনের অপরাধ সমাজ ও দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। এই সব অপরাধ প্রতিরোধে পুলিশ একা নয়, সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে নৈতিকতার আলোয় গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়।”

সভায় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. গোলাম নূর, সদর ইউনিয়নের ৪, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, মুরুব্বী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা সমাজে চলমান অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঝিনাইগাতী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত স্থানীয় জনগণ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, তারা আর মাদক, জুয়া কিংবা অসামাজিক কর্মকাণ্ডে কাউকে প্রশ্রয় দেবেন না। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক নজরদারি ও অভিভাবকীয় ভূমিকা আরও জোরদার করার প্রতিজ্ঞা করেন। বক্তারা বলেন, “আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবে ঝিনাইগাতী হবে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে ত্রিশালে দোয়া ও আলোচনা সভা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন
ঐতিহ্যবাহী সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
নালিতাবাড়ীতে ধর্ষণ মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে চার চুরির মামলা!
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দুর্গম এলাকায় শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে ‘দম’ টিম
বলিউডের সিরিজে রেট্রো লুকে চমক দেখালেন আরিফিন শুভ
ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী প্রবেশে হট্টগোল, ভোটগ্রহণ বন্ধ
এনবিএফআই-ব্যাংক খাতের দাপটে সূচক বেড়েছে, লেনদেন নেমেছে তলানিতে
বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসু ভোটগ্রহণ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com