শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৯ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় ইমামকে হত্যাচেষ্টার অভিযোগ
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ পিএম   (ভিজিট : ১০২)
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদকে (৫৫) তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫-৬ কয়েক জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইমামের ছেলে জাকারিয়া। অভিযুক্তরা হলেন, শাহ আলম (৩৬), শাহাদৎ হোসেন (২৫), জাহিদুল ইসলাম  মেম্বর (৪২), রাসেল (৪০), উজ্জল হোসেন (২৫), জনি (২২)।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জনা যায়, ভুক্তভোগী ইমাম নুর মোহাম্মদ প্রায় ১৫ বছর ধরে শেরুয়া দহপাড়া করতোয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের আরবি শিক্ষা দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার মসজিদে গিয়ে ইমাম নুর মোহাম্মদকে শাহ আলম ডেকে বাহিরে নিয়ে আসে। এবং তাকে জোর করে অশ্লীল কথা বলিয়ে মোবাইলে ধারণ করার চেষ্টা করতে ব্যর্থ হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা মসজিদের সামনে থেকে ইমাম নুর মোহাম্মদকে দাওয়াত ও মিলাদের কথা বলে একটি অজ্ঞাত রিকশাযোগে শেরুয়া বটতলা জাহিদুল মেম্বরের নির্মাণাধীন হোটেলের ভেতরে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

এ সময় লোহার রডের আঘাতে তাঁর পিঠ ও ডান পা ভেঙে গুরুতর জখম হয়। এরপর আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবার লোকজন তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ভুক্তভোগীর ছেলে জাকারিয়া জানান, আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। এখনো তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগী ইমাম নুর মোহাম্মদ বলেন, আমাকে কয়েকজন মারধর করে। আর জাহিদুল মেম্বর তাদের থেকে একটু দুরে নিয়ে গিয়ে বলে বাড়ি হতে ৫ হাজার টাকা নিয়ে এসে তাদের দিতে।

অভিযুক্ত জাহিদুল মেম্বর বলেন, আমি পরে গিয়ে তাকে উদ্ধার করেছি। ইমামকে বাড়ি থেকে ৫ হাজার টাকা নিয়ে এসে তাদের দিতে বলা হয়েছে এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করেননি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বার্সেলোনায় আহলে ছুন্নত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী (সাঃ) উৎযাপন
বগুড়ার শেরপুরে চাঁদা না দেয়ায় ইমামকে হত্যাচেষ্টার অভিযোগ
ঝিনাইগাতীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
কালীগঞ্জে সাংবাদিক জাকারিয়া মামুনের ওপর সন্ত্রাসী হামলা
ফলাফল ঘোষণার আগেই জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
দুর্গম এলাকায় শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছে ‘দম’ টিম
নেপালে বিক্ষোভে অস্থিরতা: সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হলো মন্ত্রীদের
বিভিন্ন অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো জাকসু ভোটগ্রহণ
জন্ম-মৃত্যু নিবন্ধন পারফরমেন্সে ২৩ ধাপ এগিয়েছে নকলা, প্রথম স্থানে ফের ঝিনাইগাতী
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com