মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মেলানো ঠিক হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০১ পিএম   (ভিজিট : ৭২)
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে মেলানো ঠিক হবে না। তবে এটা একটা মডেল হিসেবে কাজ করবে। ডাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ডাকসুতে ভালো একটা নির্বাচন হচ্ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও যে অবস্থায় আছে, তাতে জাতীয় নির্বাচন করতে সমস্যা হবে বলে মনে হয় না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে। 

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছেন। আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে। মিডিয়াতে দেখেছি ভালোভাবেই নির্বাচন হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে একটা মডেল। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয়।

জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতীয় নির্বাচনে আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। কীভাবে প্রস্তুতিটা নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি সেটা যেন সবাই মেনে চলে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে।  







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাবি উপাচার্যের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ: ধিক্কার জানালেন সারজিস
৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি চলচ্চিত্র জমা আহ্বান
প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল
কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা, বিস্ফোরণে কাঁপলো দোহা
এবার টাইগারদের চোখ থাকবে ট্রফির দিকে: লিটন
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে দুই নারী মাদক কারবারী আটক
প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটি কমাতে চায় সরকার
জীবনের ৮১ বসন্তে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত
জাপানের কাছে হেরে প্লে অফে পাকিস্তানের অপেক্ষায় বাংলাদেশ
ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ত প্রচারণা ও প্রতিশ্রুতির ফুলঝুড়ি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com