রবিবার ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
সোনারগাঁও কেন্দ্রিক রাজনীতিতে নতুন দিগন্ত, শক্ত অবস্থানে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৭৯)
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) সংসদীয় আসনের নতুন সীমানা বিন্যাসকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বের সঙ্গে দেখছেন। নতুন সীমানা অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানাকে সোনারগাঁও আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসা গিয়াসউদ্দিনের জন্য নতুন আসন বিন্যাস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উভয় এলাকার জনগণের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আসন্ন নির্বাচনে তাকে শক্ত অবস্থানে রাখবে।
নতুন আসন বিন্যাসকে স্বাগত জানিয়ে গিয়াসউদ্দিন সংবাদ মাধ্যমে বলেন-

"সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আমি যেমন সিদ্ধিরগঞ্জের মানুষের জন্য নিবেদিত থেকেছি, তেমনি সোনারগাঁওবাসীর সেবাতেও নিজেকে সমর্পিত করতে চাই। দলের ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে আমি দুই এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণের ভালোবাসা, আস্থা ও ঐক্যই আমাদের আগামী দিনের শক্তি হবে।

স্থানীয় বিশিষ্টজনরা মনে করছেন, গিয়াসউদ্দিনের এই রাজনৈতিক অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং সোনারগাঁওয়ের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। সমর্থকরা আশা করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সোনারগাঁও কেন্দ্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর দেশের ৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের ফলাফল ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী নারায়ণগঞ্জ-৩ আসনে সোনারগাঁও উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা অন্তর্ভুক্ত হয়েছে।

এদিকে, সীমানা পরিবর্তনকে ঘিরে সোনারগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচন, দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : মাহবুবের রহমান
বিএনপি প্রার্থীদের বিজয়ে ঐক্যের ডাক দিলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন
মাদ্রিদে আল আমান ইসলামিক একাডেমী সানঙ্কৃষ্টবাল গ্রীষ্মকালীন কোর্সের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান
সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান
লক্ষ্মীপুরে মর্মান্তিক বাস দুর্ঘটনা: খালে পড়ে ৫ জনের মৃত্যু
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান
প্রার্থিতা ফেরত ও ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের জুলিয়াস সিজারের
উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব
২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল
পলাতক হাসিনা-জয়কে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড অ্যালার্ট চেয়ে দুদকের চিঠি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com