প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম (ভিজিট : ১৬২)
বাংলাদেশ জাতীয়বাতাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের লেকের পাড় থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লেকের পাড়ে গিয়ে শেষ হয়।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।
সমাবেশে প্রধান অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি আজ কোটি কোটি জনতার প্রাণের সংগঠন হিসেবে রূপ নিয়েছে। দেশের ক্রান্তিকালে বার বার বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। এ দলটি সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসাবে দেশ, জাতী ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্বীকার করেছেন। বিএনপির নেতৃত্বাধীন দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে।
দেশের গণতন্ত্রকামী মানুষের প্রিয় দল হিসাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশালের জনসাধারণ বিএনপিকে ভোট দিয়ে ধানের শীষ কে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করে জয়নাল আবেদীন বলেন, এদেশে যতোগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনে বিএনপি বিজয়ী হয়েছে।
সাখুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাহীদ আমিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক কামরুল ইসলাম বিএসসি, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী বাদল মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক বজলুল করীম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো, উলামা দলের জেলা যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন শামীম, ত্রিশাল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাবেক কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা প্রমূখ।
এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।