মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রাজধানী
ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ১৯)
ডাকসু নির্বাচনের স্থগিতাদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে ঢাকা বিশ্বদ্যিালয়ে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বদলীয় এ বিক্ষোভ শুরু হয়।

আদালতের আদেশের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান গ্রহণ করেছেন। এ সময় শিক্ষার্থীরা হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু; ডাকসু নিয়ে প্রহসন, চলবে না, চলবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই হাইকোর্টের রিটের বিরুদ্ধে আপিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 

বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা ইতিমধ্যে আদালতে গিয়েছেন। 
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি তাহসিন আলী ও হাবিবুল গণির আদালত এ আদেশ দেন

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগমী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা হয়।

এই আদেশের প্রতিক্রিয়ায় বিক্ষোভ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এদিকে নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

একই মন্তব্য করেছেন আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতেই হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর নদী থেকে ৭ বছরের শিশুর লাশ উদ্ধার
ত্রিশালে ‘রসের মিষ্টি’কে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ইউনিয়ন বিএনপির উদ্যোগে সালথায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যা লি
পাহাড়সম অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তরিকুল আলমমের বিরুদ্ধে
সিলেটবৈষম্যের শিকার, ৮দফা দাবীতে কুলাউড়ায় প্রতিবাদ সমাবেশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নুসরাতের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রসের’ ঝড়
ত্রিশালে মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপনে আইএমইডি ডিজি মাহাবুব
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঠেকানোর শক্তি নেই: প্রেস সচিব
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে মধ্যরাতের লাঠি মিছিল
মার্কিন বাজার থেকে ২ বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি আয় হতে পারে: ড. জাহিদ হোসেন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com