বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সাদা পাথরের পরিবেশ এখনো পর্যটন বান্ধব: সিলেটের ডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৬:৪৫ PM

সাদা পাথরের পরিবেশ এখনও পর্যটন বান্ধব বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে পর্যটকদের উদ্দেশ্যে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

জেলা প্রশাসক বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সাদা পাথরে আসুন। এখানকার পরিবেশ এখনও পর্যটন বান্ধব রয়েছে।’

পাথর লুটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাদা পাথর এলাকায় সাম্প্রতিক সময়ে যে লুটপাট হয়েছে। সেটি রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। যারা এ অবৈধকাজে জড়িত তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘গতকাল জেলা পর্যায়ের একটি সভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এর বাস্তবায়ন গতকাল রাত থেকেই শুরু হয়েছে। আশা করছি শিগগিরই চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধার করে এখানে প্রতিস্থাপন করতে পারব। অপূরণীয় ক্ষতি যাতে আর কেউ করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি দায়িত্বে থাকা সবাই দায়িত্বশীলভাবে কাজ করছেন। কিন্তু অনেক সময় দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ক্ষতিসাধন করছে। সাম্প্রতিক সময়ে এ ক্ষতির মাত্রা আগের তুলনায় বেড়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে আমাদের অভিযান অব্যাহত আছে।’

ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, ‘৫ আগস্টের পর যে লুটপাট হয়েছে সেটি বন্ধে কার্যক্রম চালানো হয়েছিল। এতদিন বিষয়টি একটি সীমিত মাত্রায় ছিল। কিন্তু এবার তা মাত্রা ছাড়িয়ে গেছে।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে: ছাত্রদল সভাপতি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা শীঘ্রই আইনে রূপান্তর করা হবে: আইন উপদেষ্টা
২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৫২ জন
কুড়িগ্রামে আ'লীগের চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বিএনপি কর্মীকে হত্যার চেষ্টা, দুটি রামদা সহ একজন আটক
স্পেন বিএনপি, যুবদলের ভালবাসায় সিক্ত হলেন এম সাখাওয়াত উল্লাহ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে কেনা হচ্ছে দুই জাহাজ
পাটপণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশি ক্লাবে অভিষেকের অপেক্ষায় কিউবা মিচেল
মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ‘মিশন’ পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com