বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৪৬ PM

ঝিনাইগাতীতে বিভিন্ন ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া অসচ্ছল মানুষেরা। ঝিনাইগাতীর বাজার গুলোতে নিজেদের চাহিদা মিটাতে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে সবজিসহ চাউলের দামও কেজিতে ৪/৫ টাকা বেড়েছে। গত এক সপ্তাহের ব্যাবধানে সবজিসহ কাচামালের মূল্যের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি বেগুন ৮০-৯০ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, পেয়াজ ৭৫-৮০ টাকা, কাঁচা পেপে ৩০-৩৫ টাকা, টমেটো ১০০ টাকা, পটল ৪০-৪৫ টাকা, লাউ ৪০-৫০ টাকা (আকার ভেদে) পিস, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি, করলা ৫০-৬০, আদা ২০০ টাকা, করলা ৫০-৬০ টাকা কেজি। তাছাড়াও গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংস ১১শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি ২৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সদর বাজারের বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন হাট ও আড়ৎ থেকে সবজি ক্রয় করে বিক্রি করে থাকি। প্রতিটি ক্ষেত্রেই দাম কিছুটা বেশি তাই আমরাও সেই ভাবে বিক্রি করি। তাছাড়াও উপজেলার ফাকরাবাদ বাজার, ভারুয়া বাজার, চৌরাস্তা বাজার, বনগাও বাজার, তিনানী বাজার, কালিবাবাড়ী বাজার, ধানশাইল বাজার, আয়নাপুর বাজার, বাঁকাকুড়া বাজার, রাংটিয়া বাজার, হলদীগ্রাম চৌরাস্তা বাজারসহ প্রতিটি বাজারেই সবজির মূল্য দিন দিন বেড়েই চলেছে।

তাছাড়াও চলমান বর্ষা মৌসুমে পরিবহণে অসুবিধা জনিত কারণে মূল্য বৃদ্ধিসহ মালামাল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে তাই দাম বৃদ্ধি পেয়েছে। কিছু সুবিধা ভোগী ব্যবসায়ী মহলের কারসাজিতে মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানায় সচেতন মহল। অপর দিকে খেটে খাওয়া মানুষেরা কাঁচাবাজারে প্রতিটি দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় পড়েছে বিপাকে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে: ছাত্রদল সভাপতি
দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা শীঘ্রই আইনে রূপান্তর করা হবে: আইন উপদেষ্টা
২৪ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২৫২ জন
কুড়িগ্রামে আ'লীগের চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক বিএনপি কর্মীকে হত্যার চেষ্টা, দুটি রামদা সহ একজন আটক
স্পেন বিএনপি, যুবদলের ভালবাসায় সিক্ত হলেন এম সাখাওয়াত উল্লাহ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে কেনা হচ্ছে দুই জাহাজ
পাটপণ্যে ভারতের নিষেধাজ্ঞা রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশি ক্লাবে অভিষেকের অপেক্ষায় কিউবা মিচেল
মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ‘মিশন’ পাঠাবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com