প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৫৪ PM
ময়য়নসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর মৃত্যুতে ত্রিশালের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
১৯৫২ সালের ১০ ফেব্রুয়ারী ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামে জন্মগ্রহণ করা রুহুল আমিন মাদানী ছিলেন ধর্মীয় জ্ঞানের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শিক্ষা জীবনে তিনি পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল এবং সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে তাফসীর বিভাগে এম.এম. ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি বিদেশ থেকে দাওরায়ে হাদীস (মুহাদ্দিস) বিষয়ে ডাবল ডিগ্রি অর্জন করে তার প্রজ্ঞা ও মেধার পরিচয় দেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। আবার ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হন। এসময় তিনি ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
পারিবারিক জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বিকাল তিনটায় চক পাঁচপাড়া কারিগড়ি ও বাণিজ্যিক কলেজ মাঠে জানাযা শেষে ওইখানেই মসজিদের পাশে সমাহিত করা হয়।