শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সাবেক কুমিল্লা-৯ পুনর্বহালের দাবিতে লালমাইয়ে বিএনপির বিশাল জনসভা
তাওহিদ হোসেন মিঠু, কুমিল্লা ব্যাুরো
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:৩৬ PM

কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও মহানগর দক্ষিণের ১৯-২৭নং ওয়ার্ড নিয়ে গঠিত সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাগমারা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বালু মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আখতার হুসাইন, লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টুসহ সাবেক চেয়ারম্যান ওমর ফারুক সুমন ও আমান উল্লাহ।

অ্যাডভোকেট আখতার হুসাইন বলেন, "আন্দোলনের বিকল্প নেই। আমরা জননেতা মনিরুল হক চৌধুরীর নির্দেশের অপেক্ষায় আছি। আমাদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ।"
ইউসুফ আলী মীর পিন্টু অভিযোগ করে বলেন, "গোপন প্ররোচনায় কিছু ব্যক্তি এই এলাকার মানুষের কথা না শুনে নেক্কারজনক খসড়া দিয়েছেন। আমরা নেতার নির্দেশে যেকোনো সময় কর্মসূচি দিতে প্রস্তুত। প্রয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নোয়াখালী আঞ্চলিক সড়ক অবরোধ করবো।"

প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বলেন, "আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবেসে উন্নয়ন করেছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ যেন কুমিল্লা দক্ষিণের মানুষকে বঞ্চিত না করে। আমার এলাকার সীমানা নিয়ে ১৫ বছর ধরে যুদ্ধ করছি। এই উন্নয়ন ভেঙে গেলে নির্বাচন কমিশন দায়ী থাকবে ।"
তিনি আরও বলেন, "আমার আসন যদি তিনটি আসনে যুক্ত হয়, আমি তিন আসন থেকেই মনোনয়ন চাইবো। আন্দোলন হবে জনসম্পৃক্ত, কাউকে কষ্ট দিয়ে নয়। আগামী শনিবার এক লক্ষ নেতাকর্মীর মিছিলে অংশ নিয়ে দাবী জানান এবং মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করুন।"


সভায় বক্তারা সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে: প্রধান উপদেষ্টা
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
ফরিদপুরের সালথা থানায় ‘ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের হয়ে মধ্যস্থতা নয়: ট্রাম্প
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

মালয়েশিয়ার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশি শ্রমিকরা: আনোয়ার ইব্রাহিম
ফ্রান্সে বেড়ে উঠা আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি প্রচার করতে হবে: সাত্তার আলী সুমন
আমেরিকা যাওয়ার টাকা ফেরতের দিনেই রহস্যজনক মৃত্যু
কোচিং বন্ধ-ক্যাম্পাস স্থানান্তরসহ ৮ দফা দাবি মাইলস্টোনে হতাহতদের স্বজনদের
ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com