সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৯:৫৪ PM

বগুড়ার শেরপুর উপজেলায় সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় গঠন ও বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণের দাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাগর কুমার সিং। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিক খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু।

এছাড়া বক্তব্য রাখেন আদিবাসী নেতা শ্রী যুগেশ চন্দ্র সিং, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র কর্ণিদাস, সহ-সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, কোষাধ্যক্ষ শ্রী সন্তেষ চন্দ্র সিং, জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা সভাপতি গৌতম চন্দ্র মাহাতো, আহ্বায়ক স্বপন কুমার সিং এবং সদস্য সচিব শ্রী হিরালাল সিং।

অনুষ্ঠানে উপজেলায় বসবাসরত প্রায় ৪০ জন আদিবাসী শিক্ষার্থীকে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা জানান, উপজেলায় প্রায় ৪০ হাজার তুরি, মাহাতো, সাঁওতাল, বর্মণ, কোচ, মালো, বাগদী, ভূমিজ, গঞ্জ, লোহার, তেলী, মুসহর, রাজোয়াড়সহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। এসব জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও সরকারি গেজেটে অন্তর্ভুক্তি জরুরি বলে তারা দাবি জানান।

বক্তারা আরও বলেন, শেরপুরের আদিবাসী শিক্ষার্থীরা পাশ্ববর্তী জেলার তুলনায় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। নিজেদের ভাষা ও সংস্কৃতি বিলুপ্তির হাত থেকে রক্ষায় উপজেলায় একটি আদিবাসী কালচারাল একাডেমি স্থাপন করা প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্বে জেলা শাখার সভাপতি সুজন কুমার রাজভর, উপস্থিত সবার সম্মতিতে উত্তম কুমারকে সভাপতি ও সাগর কুমার সিংকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করেন। আদিবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপিসহ ১৬ নতুন দল
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
সালথায় মিথ্যা অপবাদের প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন
স্পেনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা
ভারতে একের পর এক বিদেশি অর্ডার স্থগিত, চলে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দেশে ফিরতে চান ছাত্রজনতার ওপর গরম পানি ছিটানোর পরামর্শদাতা অরুণা বিশ্বাস
বাসযোগ্য শহর গড়তে নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য: ডিএনসিসি প্রশাসক
প্রথমার্ধে চার গোলে এগিয়ে বাংলাদেশ
নিষেধাজ্ঞা থেকে ফিরেই মুশফিকের রেকর্ড ভাঙলেন ব্রেন্ডন টেইলর
‘জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চেতনা প্রকাশ পাওয়ার গুঞ্জন উঠেছে’: গোলাম পরওয়ার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com