রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


শেরপুরে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল — জেলাজুড়ে ক্ষোভ
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:২৫ PM

শেরপুরের শ্রীবরদীতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। শুক্রবার (৮আগষ্ট) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা। রাতেই এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে।

অভিযুক্ত স্বামী খলিলুর রহমান (৮০), মৃত জহুর আলীর ছেলে। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগম (৭০) দীর্ঘ ছয় বছর ধরে শয্যাশায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান তাকে টেনে-হিঁচড়ে উঠানে নিয়ে আসেন। কোদাল দিয়ে ছোট একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে শুরু করেন। এ সময় স্ত্রীকে হাত দিয়েও আঘাত করেন। তাদের নাতি মো. খোকন (১৯) ঘটনাটি ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়।

যদিও কিছু প্রতিবেশী জানিয়েছেন, খলিলুর রহমান সাধারণত ঝগড়াঝাঁটি করতেন না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন তিনি উত্তেজিত হয়ে এমন ভয়ঙ্কর কাজ করে ফেলেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, "ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, "ভিডিওটি আমি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় যুবশক্তির ‘জাতীয় যুব সম্মেলন’ ১২ আগস্ট, উন্মোচিত করা হবে সংগঠনের ইশতেহার
‘বক্তব্যে বিষোদগার বন্ধ করতে হবে, গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান দেওয়া’: আমীর খসরু
চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা
প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশের শরণাপন্ন প্রবীণ নাগরিক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আসন্ন জাতীয় নির্বাচন শেষ করা: প্রধান উপদেষ্টা
প্যারিসের টাঊন হলে জুলাই বিয়ন্ড বর্ডার’ প্রদর্শনী
ফরিদপুরের সালথায় খেলার মাঠ দখলের অভিযোগ
শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রথমার্ধে চার গোলে এগিয়ে বাংলাদেশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com