শনিবার ৯ আগস্ট ২০২৫ ২৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


নিষেধাজ্ঞা থেকে ফিরেই মুশফিকের রেকর্ড ভাঙলেন ব্রেন্ডন টেইলর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১১:৫৫ AM

সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটার ব্রেন্ডন টেইলর। আইসিসি দুর্নীতি দমন আইনের বেশ কয়েকটি ধারা ভাঙায় তিনি নিষিদ্ধ হয়েছিলেন। সম্প্রতি শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজেই ডাক পান টেইলর। গতকাল (৭ আগস্ট) থেকে শুরু হওয়া টেস্টে নেমেই তিনি বাংলাদেশি তারকা মুশফিকুর রহিমের রেকর্ড ভেঙেছেন।

এতদিন সেই রেকর্ডে মিস্টার ডিফেন্ডেবল সাবর ওপরে ছিলেন। বর্তমানে সক্রিয় (এখনও খেলছেন) ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা সময় টেস্ট খেলার রেকর্ডটি দখলে নিয়েছেন ব্রেন্ডন টেইলর। ৩৯ বছর বয়সী এই ব্যাটারের গতকাল টেস্ট খেলার বয়স দাঁড়িয়েছে ২১ বছর ৯৩ দিন। যা এখনও আন্তর্জাতিক ক্যারিয়ার চলমান এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। 

টেইলর নতুন করে আর ক্রিকেটে না ফিরলে অভিজ্ঞ বাংলাদেশি তারকাই হতেন বর্তমানে লম্বা সময় টেস্ট খেলুড়ে শীর্ষ ক্রিকেটার। ২০০৫ সালের ২৬ মে টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকের। গত ২৮ জুন শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। সেই অনুসারে তার টেস্ট খেলার বয়স ২০ বছর ৩৩ দিন। যা সবমিলিয়ে বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয়।

মুশফিক ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডেকে বিদায় বলে দিয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন কেবল টেস্ট ক্রিকেটের দুয়ার খোলা ৩৮ বছর বয়সী এই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটারের সামনে। এখন পর্যন্ত ৯৮ টেস্টে ৯ সেঞ্চুরি ও ৪৯ হাফসেঞ্চুরিতে তার রান ৬৩২৮। যা টেস্টে বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ। তিন ফরম্যাট মিলিয়েও মুশফিক এখনও বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৪৭৪টি ম্যাচে তিনি ১৫৬২৩ রান করেছেন।

এদিকে, ব্রেন্ডন টেইলর বর্তমানে সক্রিয় সবচেয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটারদের মধ্যেও সবার শীর্ষে উঠে গেছেন। ২০০৪ সালের এপ্রিলে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন ওয়ানডে দিয়ে। তাই টেইলরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স এখন ২১ বছর ১০৯ দিন। এদিক থেকে টেইলরের পরের দুটি স্থানে আছেন উইলিয়ামস এবং মুশফিক। 

বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এতদিন সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল শন উইলিয়ামসের। কিউইদের বিপক্ষে তিনিও একই টেস্টে টেইলরের সঙ্গে খেলছেন। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উইলিয়ামসের। আরও ৮ বছর পর তার টেস্টে অভিষেক হয়। কিউইদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ২০ বছর ১৬৩ দিন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন
রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, ৮০ টাকায় মিলবে চিনি
জোকোভিচের ১৫ হাজার ইউরো জরিমানা
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নে রিয়াজ আটক
মজলুম সাংবাদিকদের দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অটোয়ায় যুবকণ্ঠে গণ-আন্দোলনের চেতনা প্রতিধ্বনিত
৬ দিন মনে হচ্ছে ছয় হাজার বছর, বাবাকে হারিয়ে মিষ্টি জান্নাত
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা: বাবা ও চাচাসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নতুন সিনেমা ঘোষণা নিরবের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com