রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


গাজীপুরের প্রতিদিনের কাগজ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন
মোঃ হুমায়ুন কবির, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৬:২৭ PM

গাজীপুরে প্রকাশ্যে নির্মমভাবে খুন হওয়া প্রতিদিনের কাগজের স্টাফ রিপোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকালে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সহ-সভাপতি এমএ সবুর, আতাউর রহমান তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির খান, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, সাবেক সভাপতি এসএম শাহজাহান সেলিম, কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আক্কাস আলী, সিনিয়র সাংবাদিক মোখলেছুর রহমান মনির, জহিরুল ইসলাম জুয়েল, রফিকুল ইসলাম, আল- আমিন, হুমায়ুন কবিরসহ ভালুকা উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যার দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি দৌঁড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই যৌথ অভিযানে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় যুবশক্তির ‘জাতীয় যুব সম্মেলন’ ১২ আগস্ট, উন্মোচিত করা হবে সংগঠনের ইশতেহার
‘বক্তব্যে বিষোদগার বন্ধ করতে হবে, গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান দেওয়া’: আমীর খসরু
চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা
প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে পুলিশের শরণাপন্ন প্রবীণ নাগরিক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আসন্ন জাতীয় নির্বাচন শেষ করা: প্রধান উপদেষ্টা
প্যারিসের টাঊন হলে জুলাই বিয়ন্ড বর্ডার’ প্রদর্শনী
ফরিদপুরের সালথায় খেলার মাঠ দখলের অভিযোগ
শোকজের জবাব দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রথমার্ধে চার গোলে এগিয়ে বাংলাদেশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com