বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ভারতের ওপর শুল্ক আরোপ
আপনারা আরও অনেক কিছু দেখবেন: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:১০ AM

রাশিয়ার তেল কিনলে আরও অনেক দেশের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, রুশ তেল কিনলে তার প্রশাসন আরও অনেক দেশকে “সেকেন্ডারি স্যাংশন” বা পরোক্ষ নিষেধাজ্ঞার মুখে ফেলবে।

রাশিয়ান তেল কেনার কারণে ভারতের ওপর নতুন শুল্ক আরোপের কয়েক ঘণ্টা পর মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আপনারা আরও অনেক কিছু দেখবেন। প্রচুর সেকেন্ডারি স্যাংশন আসছে”। চীনের দিকেও ইঙ্গিত করে তিনি জানান, আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে বেইজিংকেও এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

এর আগে ট্রাম্প এক নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তিনি বলেন, রাশিয়ান তেল কিনে তা পুনরায় বিক্রি করে মুনাফা করছে ভারত। এই নতুন শুল্ক কার্যকর হবে ২১ দিনের মধ্যে।

একই আদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে— যে সব দেশ সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করছে, তাদের শনাক্ত করতে।

এই ঘোষণার একদিন আগেই ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটনের বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের ভিত্তিতে যুক্তরাষ্ট্র পরবর্তী নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে।

ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন- ‘ইউক্রেনে রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না’।

এরই মধ্যে গত ৩১ জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট। তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টা সচিবালয়ে, নিরাপত্তা জোরদার
ইয়াশ-নীহার ‘উইশ কার্ড’
ইতিহাস গড়লেন রশিদ খান
মার্কিন সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
আপনারা আরও অনেক কিছু দেখবেন: ট্রাম্প
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ
শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা
ত্রিশালে বিএনপি নেতা খসরুর নেতৃত্বে বিজয় মিছিল
চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com