শিরোনাম: |
ভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চাপকে অবৈধ বলেছে ক্রেমলিন। রাশিয়ার তেল ক্রয়ের কারণে দিল্লির ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় মঙ্গলবার (৫ আগস্ট) এ মন্তব্য করে মস্কো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমরা অনেক বক্তব্য শুনি যা আসলে হুমকিরই নামান্তর। সেগুলো রাশিয়ার সঙ্গে অন্যান্য দেশের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার প্রচেষ্টা ছাড়া কিছু নয়। এসব বক্তব্যকে আমরা বৈধ মনে করি না।
সোমবার (৫ জুলাই) নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করা হবে। এর আগে শুক্রবার তিনি বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে সাড়ে তিন বছরের যুদ্ধ অবসানে মস্কো দ্রুত পদক্ষেপ না নিলে, রাশিয়া ও তাদের জ্বালানি তেল ক্রয়কারী দেশের ওপরও নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে।
অবশ্য এত হুমকি সত্ত্বেও নিজের অবস্থান থেকে একচুল সরেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে মস্কো আগের পথই এখনও ধরে রেখেছে।
ভারতের ওপর মার্কিন শুল্ক বৃদ্ধির হুমকির প্রতিক্রিয়ায় পেসকোভ আরও বলেছেন, আমরা বিশ্বাস করি, সার্বভৌম দেশগুলোর নিজেদের বাণিজ্যিক অংশীদার বাছাই করার এবং নিজ দেশের স্বার্থে উপযুক্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ধরন নির্ধারণের অধিকার আছে।
ট্রাম্পের হুমকিকে অন্যায্য বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। রয়টার্সের প্রতিনিধিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন, মার্কিন হুমকি সত্ত্বেও রাশিয়ার তেল ক্রয় অব্যাহত রাখবেন তারা। ফলে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাদের দৃঢ় অবস্থান বজায় রাখার কারণে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব আরও বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে।