রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


মাহবুব আলী খান এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইগাতীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আরএম সেলিম শাহী, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৩৭ PM

বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং কৃষি মন্ত্রী, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান-এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার সদরের মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালয়েশিয়া’র আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাহবুব আলী খান ছিলেন, দেশপ্রেমিক, সৎ, দক্ষ ও সাহসী এক যোদ্ধা। তিনি দেশের সেবায় তার জীবন উৎসর্গ করেছেন। তার মতো দেশপ্রেমিক রাজনীতিক আজ বিরল। আগামী প্রজন্মের কাছে তার জীবনাদর্শ তুলে ধরতে হবে, তাহলেই এই জাতি উপকৃত হবে।"

তিনি আরও বলেন,"দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ আমরা তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্যও কল্যাণ কামনা করছি।"

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, নন্নী আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান।

পরিশেষে, মাদ্রাসার ইয়াতিম শিক্ষার্থীসহ সকলের মাঝে খাদ্য বিতরণ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য,  মরহুম মাহবুব আলী খান বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বেয়াই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ঋতুপর্ণাকে নতুন বাড়ি নির্মাণ করে দেবে বিসিবি
শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন
ছাত্রসংগঠনগুলোর একসঙ্গে বসে বোঝাপড়া করা উচিত: আসিফ মাহমুদ
হজযাত্রীদের ফেরত দেওয়া হলো ৮ কোটি ২০ লাখ টাকা
ভিকটিম-সাক্ষীকে হুমকি দেওয়া বিচার বাধাগ্রস্ত করার শামিল: ট্রাইব্যুনাল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
যথাযথ মর্যাদায় মালদ্বীপে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
মার্কিন সেনাঘাঁটিতে গোলাগুলি, আহত ৫
জনগণের সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিতে হবে: জয়নাল আবেদীন
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ আসন্ন জাতীয় নির্বাচন শেষ করা: প্রধান উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com