প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৩৫ PM
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ময়মনসিংহের ত্রিশালে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসা মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিপাড়া রোডে গিয়ে শেষ হয়।
গণমিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। গণমিছিলের পূর্বে ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়েতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
আরও বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা আমীর আ.ন.ম আব্দুল্লাহীল বাকি নোমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর শামীম, সহকারী সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাকিল, পৌর জামাতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক, শূরা সদস্য মোখলেছুর রহমান, সারোয়ার হোসেন ফকির, জহিরুল ইসলাম প্রমূখ।