প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:৩৩ PM
স্বৈরাচার পতন ও জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপুর্তিতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সি.এন্ড.বি মাঠে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিসুজ্জামান মৃধা, আব্দুল আউয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন প্রমুখ।