শনিবার ৩০ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
ঝিনাইগাতীতে গৃহবধূর উপর মরিচের গুঁড়া নিক্ষেপ করে শ্লীলতাহানির অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:১৮ পিএম  (ভিজিট : ৯৩)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে এক গৃহবধূর উপর শুকনা মরিচের গুঁড়া নিক্ষেপ করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক মুদি দোকানদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধানশাইল দক্ষিণ বাজার এলাকায়।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম ছাইফুল ইসলাম। তিনি দুপুরিয়া গ্রামের আমিনুল হকের ছেলে এবং ধানশাইল বাজারের মোশারফ মার্কেটের একজন মুদি দোকানের মালিক।

ভুক্তভোগী মোছা. বিউটি আক্তার জানান, অভিযুক্ত সাইফুল ইসলাম,  পশ্চিম ধানশাইলের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনের দোকানঘরের ভাড়াটিয়া ছিলেন। দুই বছর আগে লেনদেন নিষ্পত্তি করে তিনি দোকানটি ছাড়িয়ে নিলে সাইফুলের সঙ্গে তাদের বিরোধের সূত্রপাত হয়।

এ প্রসঙ্গে বিউটি বলেন, গত ১০ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে বাজারে কেনাকাটা শেষে ছাইফুলের দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ তার স্বামী দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফুল তার দোকানে থাকা শুকনা মরিচের গুঁড়া বিউটির শরীরে নিক্ষেপ করেন এবং লাঠি হাতে মারধরের জন্য এগিয়ে আসেন। তবে পাশে থাকা অন্যান্য দোকানদাররা এগিয়ে এসে বিউটিকে রক্ষা করে বাড়ি পাঠিয়ে দেন।

ওই রাতেই মোছা. বিউটি ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বিউটি বলেন, “মুদি দোকানদার সাইফুল বিনা কারণে আমাকে প্রকাশ্যে শ্লীলতাহানি ও লাঞ্ছিত করেছে। আমি এর বিচার চাই।”

তার স্বামী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন বলেন, “বাজারের মাঝখানে আমার স্ত্রীকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তা একজন নারীর জন্য চরম অপমানজনক। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

ঘটনার পর বিউটির শরীরে মরিচের গুঁড়া লাগায় প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “তর্কবিতর্ক হয়েছিল ঠিকই, কিন্তু মরিচের গুঁড়া নিক্ষেপ বা শ্লীলতাহানির মতো কিছু করিনি।”

ব্যাপারে ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ বলেন, “বাজারে যে ঘটনাটি ঘটেছে, সেটি সম্পর্কে আমি অবগত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে আপোস-মীমাংসার চেষ্টা করেছি। তবে তারা বিষয়টি মেনে নেয়নি। বরঞ্চ তারা আইনের আশ্রয় নিয়েছে।”

এ বিষয়ে ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জানান, আমি বিষয়টি জানার পর দুইপক্ষকেই সামাজিক ভাবে সমঝোতা করার চেষ্টা করে করেছি। কিন্তু তারা সমঝোতায় আসেনি। 

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় আইনানুগভাবে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”







আরও খবর


 সর্বশেষ সংবাদ

প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বেতনের দাবিতে শনিবার মহাসমাবেশ
পুলিশের ব্যারিকেড ভেঙে জাপা কার্যালয়ের সামনে জিওপি, উত্তেজনা চরমে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে ১০ জন প্রার্থী
বগুড়া শেরপুরে ভয়াবহ আগুনে ১০টি গরু-ছাগল পুড়ে ছাই
চট্টগ্রাম বন্দরে এনসিটিতে এক দিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
৫ দিনের রিমান্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি কলিমউল্লাহ
গাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ সভ্য সমাজে অগ্রহণযোগ্য: বুয়েট ভিসি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com