শনিবার ৯ আগস্ট ২০২৫ ২৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


‘মেয়েটা আমার, কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে’ পরীমণির ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৩০ PM

আলোচিত সমালোচিত নায়িকা পরীমণি আবারও সরব হয়েছেন তার সন্তানদের ঘিরে চলা সামাজিক মাধ্যমের নানা সমালোচনার বিরুদ্ধে। সম্প্রতি হওয়া দত্তক বিষয়ক ট্রোল ও কটাক্ষ নিয়ে মুখ খুলে এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, ‘মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে, আমি বুঝি না।’ তিনি মনে করিয়ে দেন, শোবিজ তারকা হলেও তাদের ব্যক্তিগত জীবনও সাধারণ মানুষের মতোই। কিন্তু সমাজের কিছু মানুষ সে জীবন নিয়েই বাড়তি কৌতূহল দেখায়।

পোস্টে পরী আরও লেখেন, “আমাদের জীবনের আনাচে-কানাচে অতি উৎসাহী লোকের কোনো ঘাটতি নেই। নিজের জীবনের সব অভাব পূরণ করতে তারা অন্যের জীবন নিয়ে চর্চায় ব্যস্ত। অথচ আমাদের জীবনও খুব সাধারণ, একেবারে সাদামাটা। ঘরে আমি চুলে তেল মেখে আরাম করে রান্না করি, বাচ্চাদের খাওয়াই। শরীর খারাপ না থাকলে বা শুটিংয়ে না থাকলে তাদের যাবতীয় কাজ আমিই করি।”

সন্তানদের নিয়ে সমালোচনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, “কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমতো পোস্ট করছে, আমাকে ট্যাগ করছে, লিখছে ‘আপনার দত্তক মেয়েকে দেখি না আর’। ভাই, মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি আনন্দ আমি বুঝি না।”

পরীমণি জানান, সোশ্যাল মিডিয়ায় তার মেয়ের ছবি বা ভিডিও দেখলেই কিছু মানুষ ‘দত্তক’ শব্দটা ব্যবহার করে কনটেন্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এতে বিরক্ত হয়ে তিনি বলেন, “আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না, এটা ভালোভাবে বুঝে নেন। আমার ইচ্ছে হলে ছবি দেবো, ইচ্ছে না হলে দেবো না। এই সিম্পল কথাটা মাথায় ঢুকিয়ে ফেলুন।”

পোস্টের শেষে রসিকতার ভঙ্গিতে লিখেছেন, “আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি... খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।”

কাজ নিয়ে ব্যস্ততা বা আলোচনা না থাকলেও পরীর এই বক্তব্য ফের আলোচনায় নিয়ে এসেছে তার ব্যক্তিগত জীবন এবং তার ওপর সামাজিক মাধ্যমের ‘অতিরিক্ত নজরদারি’ বিষয়ক বিতর্ককে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে মানববন্ধন
রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, ৮০ টাকায় মিলবে চিনি
জোকোভিচের ১৫ হাজার ইউরো জরিমানা
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগ্নে রিয়াজ আটক
মজলুম সাংবাদিকদের দুর্দশা লাঘবে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অটোয়ায় যুবকণ্ঠে গণ-আন্দোলনের চেতনা প্রতিধ্বনিত
৬ দিন মনে হচ্ছে ছয় হাজার বছর, বাবাকে হারিয়ে মিষ্টি জান্নাত
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা: বাবা ও চাচাসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নতুন সিনেমা ঘোষণা নিরবের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com