সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


৫ আগস্ট নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:৩৬ PM

৫ আগস্ট নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে এবং কোনও ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্ট নিয়ে কোনও ধরনের আতঙ্কের কারণ নেই। সবার সহযোগিতায় সব ধরনের অনুষ্ঠান ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সতর্কতাও রয়েছে।

তিনি বলেন, সবকিছুর বিষয়েই সতর্ক থাকতে হয় সরকারকে। এ জন্যই বিভিন্ন সভার আয়োজন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়। 

সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলছে। এটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। যেসব অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, খোয়া যাওয়া সেসব অস্ত্র উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি। এ বিষয়ে আমাদের পরিবারের পাশাপাশি জনগণের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

মব সহিংসতা বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব সহিংসতা আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনও ধরনের ছাড় দিচ্ছি না। 

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা
এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সংবাদপত্রে ছুটি ঘোষণা নোয়াবের
এনসিপিই হচ্ছে কিংস পার্টি: টিআইবির প্রধান
ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে যে সকল ব্যায়াম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস উইং
পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারে রপ্তানিতে শুল্ক ছাড় পাব: বিজিএমইএ সভাপতি
রোববার ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ
এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের রবিবার অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com