সোমবার ৪ আগস্ট ২০২৫ ২০ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:২৩ PM

পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা আরও জানান, আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই দিনের সফরে আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২৪ আগস্ট দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।’

তৌহিদ হোসেন বলেন, ‘পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। একাত্তর ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং পাওনা আদায়ের প্রসঙ্গটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে থাকবে।’

গত ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফরের কথা ছিল পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর। সফরের সব কিছু চূড়ান্তও হয়েছিল। কিন্তু সে সময় ভারতের কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান উত্তেজনা শুরু হয়। এতে স্থগিত হয় এ সফর। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সেই সফরে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সইয়েরও কথাও ছিল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি নেই বলে অনুষ্ঠানে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘প্রয়োজন হলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া প্রশ্নে ভারতের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি নেই।’

বাংলাদেশি পাসপোর্টের মান কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের পাসপোর্টের মান কমে যাওয়ার পেছনে আমরা নিজেরাই দায়ী। এমন নিখুঁত কাগজপত্রের নকল আর কোথাও হয় না।’

জঙ্গিবাদ নিয়ে আমেরিকার উদ্বেগ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ।’ 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শহীদ মাহবুব আলমের প্রথম শাহাদাত বার্ষিকী পালিত: কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা
এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সংবাদপত্রে ছুটি ঘোষণা নোয়াবের
এনসিপিই হচ্ছে কিংস পার্টি: টিআইবির প্রধান
ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে যে সকল ব্যায়াম
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস উইং
পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারে রপ্তানিতে শুল্ক ছাড় পাব: বিজিএমইএ সভাপতি
রোববার ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ
এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের রবিবার অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার আহ্বান ডিএমপির
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com