রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


সালথায় শামা ওবায়েদ এর প্রচার মূলক ব্যানার ছেঁড়ার অভিযোগ
মোঃ মোশাররফ হোসেন, সালথা ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:০৯ PM

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারের কিছু এলাকায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের প্রচার মুলুক ব্যানার ছেঁড়া হয়েছে।

মুহাম্মদ সরোয়ার হোসেনের প্রচারতি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের ছবি সম্বলিত  ( শামা ওবায়েদ রিংকু আপকে এমপি হিসাবে দেখতে চাই ) এই পোস্টার রাতের আঁধারে শত্রুতা করে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

 আজ বৃহঃবার ২৪  জুলাই  সোনাপুর বাজারের নতুন ব্রিজের পশ্চিম পাশে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে । এই ঘটনায়, স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সোনাপুর বাজারে আগেও বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের পোস্টার বা ব্যানার ছেঁড়ার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জানান এ ঘটনা দুঃখ জনক ও উস্কানী মুলুক সোনাপুর ইউনিয়নকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠি এ কাজ করিতেছে। আমি ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের সনাক্ত করে শাস্তির দাবি জানাইতেছি।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সনাক্ত করে শাস্তির দাবি জানানো হয়েছে।
সালথা উৃপজেলা বিএপি সভাপতি মোঃ ছিদ্দিক তালুকদার বলেন এ ধরনের কার্য্রকলাপ মেনে নেওয়া যায় না যেখানে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের ছবি ছিঁড়ে ফেলে এতো বড় সাহস কি করে হয়।
আমি  এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং ঘটনায় যারা জড়িত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সনাক্ত করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের  সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি
এ বিষয়ে সালথা থানা ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন আমি শুনেছি পোষ্টার ছেঁড়ার ঘটনা ঘটেছে , আমি  ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা  নিবো।

পোস্টার ছেঁড়া একটি দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর অধীনে অপরাধ। এই আইনের অধীনে, দেয়াল বা অন্য কোনো স্থাপনে অনুমতি ছাড়া পোস্টার লাগানো বা ছেঁড়া শাস্তিযোগ্য অপরাধ।  যদি কোনো ব্যক্তি এই ধরনের অপরাধ করেন, তবে তাকে জরিমানাসহ আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হতে পারে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com