প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:২১ PM
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকায় বিশেষ অভিযানে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গত ২৩ জুলাই রাতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ আশরাফ আলী (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ওসি ডিবি বজলার রহমান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা অনুসন্ধান চলছে। কুড়িগ্রাম জেলা পুলিশ মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাবে।