ফুলবাড়ীতে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ নারীসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আশির্বাদ রহমান, কুড়িগ্রাম সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৭:১১ PM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২ হাজার ৩৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোরের শাহ আলম (৪০) এবং পাবনার সানজিদা ইয়াসমিন (২০)। অভিযানে মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ বজলার রহমান জানান, মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।