প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৫:১৪ PM আপডেট: ১৮.০৭.২০২৫ ৫:১৬ PM
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গায়ানার অনুষ্ঠেয় টুর্নামেন্টে এবারও ফাইনালে উঠেছে দলটি। বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়ে টেবিলে শীর্ষে থেকে ফাইনালে গেছে নুরুল হাসান সোহানের দল।
আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টায় রংপুর শিরোপা নির্ধারণী ম্যাচে গায়ানা অ্যামাজন ওরিয়র্সের মুখোমুখি হবে। ওই ম্যাচে জিতলে টুর্নামেন্টের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে রংপুর। আর নুরুল পুনরায় দলকে ফাইনালে তোলায় রংপুর রাইডার্সের মালিকপক্ষ দলটির খেলোয়াড়দের পুরস্কৃত করবেন।
রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছে, রংপুর রাইডার্স জিএসএলের ফাইনালে ওঠায় ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশের হিসেবে যা প্রায় ১২ লাখ টাকা। এছাড়া খেলোয়াড়দের আলাদাভাবে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।
রংপুর রাইডার্স গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য হারের শঙ্কায় ছিল। সেন্ট্রাল ডিস্ট্রিক তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে ১৩.৫ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট করে দিয়েছিল। সাইফ হাসান ও মাহিদুল অঙ্কন ২৫ করে রান যোগ করেছিলেন। যদিও রংপুর হারলেও তাদের ফাইনালে যাওয়া একপ্রকার নিশ্চিতই ছিল।