প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ১২:১৫ PM
রুদ্ধশ্বাস এক লড়াই। যেখানে টাইব্রেকারে সুইডেনকে হারিয়ে ইউরোপিয়ান নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ম্যাচে তারা ২-০ গোলে পিছিয়ে পড়ার পর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতা ফেরায়।
শুধু পেনাল্টি শুটআউটের রোমাঞ্চই নয়। এই ম্যাচে কয়েকটি রেকর্ডও হয়েছে। সুইডেনের গোলরক্ষক জেনিফার ফাল্ক নারী ইউরোর ইতিহাসে রেকর্ড গড়ে পেনাল্টিতে চারটি শট ঠেকান। তবে তিনিই সম্ভাব্য জয়সূচক পেনাল্টি কিকটি পোস্টের উপর দিয়ে মেরে বসেন।
শেষ পর্যন্ত পেনাল্টিতে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয় লাভ করে, যখন ১৮ বছর বয়সী স্মিলা হোল্মবার্গ শেষ শটটি মিস করেন। এর আগে লুসি ব্রোঞ্জের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।
তবে ইংল্যান্ডের জন্য পেনাল্টি পর্যন্ত পৌঁছানোই ছিল সৌভাগ্যের ব্যাপার। কারণ ম্যাচের শুরু থেকেই তারা পিছিয়ে ছিল এবং খেলা শেষ হতে যখন ১১ মিনিট বাকি; তখনও ২-০ গোলে পিছিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপর ব্রোঞ্জ এবং কিশোরী বদলি খেলোয়াড় মিশেল আগেইম্যানের গোলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। তার আগে ম্যাচের দ্বিতীয় মিনিটে কসোভারে আসলানি এবং ২৫ মিনিটে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল সুইডেন।
নারী ইউরোর ইতিহাসে এবারই প্রথম কোনো দল নকআউট পর্বে দুই গোলে পিছিয়ে থেকেও ফিরে এসে ম্যাচ ড্র করে।ইংল্যান্ড আগামী মঙ্গলবার জেনেভায় সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে।