প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:৩৬ PM
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু এনসিপি নয়, মোট ১৪৪টি দল নিবন্ধন পেতে আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কেউই ‘উত্তীর্ণ’ হতে পারেনি।
এ অবস্থায় দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে দ্রুতই নির্বাচন কমিশনে সংশোধিত আবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনে যেসব শর্ত পূরণ করে আবেদন করতে হয় আমরা সেসব শর্ত পূরণ করে আবেদন করেছি। প্রাথমিক বাছাইয়ের পরে তারা আমাদের কিছু সাজেশন্স দিয়েছেন, পর্যবেক্ষণ দিয়েছেন। যেসব পর্যবেক্ষণে আমাদের গঠনতন্ত্রে একটা বিশেষ কোলাজ ইনসার্ট করার কথা বলা হয়েছে। এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি।
তিনি আরও বলেন, দু-একটা অফিসের ক্ষেত্রে যেই ডিড (চুক্তি) হয়েছে সেখানে আমাদের পার্টির নাম সরাসরি মেনশন করা নেই। সে বিষয়গুলো তারা (ইসি) আমাদের কাছে উপস্থাপন করেন। মাইনর কিছু বিষয় তারা আমাদের পর্যবেক্ষণে নিয়ে এসেছেন। দ্রুত সময়ের মধ্যে সংশোধিত আবেদন আমরা জমা দেবো।