বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম
মেট্রোরেলের পিলারে দেড় দশকের অন্যায়ের প্রতিচ্ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:০৬ PM

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মেট্রোরেলের পিলারগুলোতে আঁকা হচ্ছে বিশেষ চিত্র। যেখানে ফুটে উঠেছে শেখ হাসিনার দেড় দশকের বিতর্কিত সব ঘটনার প্রতিচ্ছবি। যার শিরোনাম ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম। এর মূল উদ্যোক্তা ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সংশ্লিষ্টরা জানান, প্রথম ধাপে রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত প্রতিটি পিলারেই আঁকার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বিজয় সরণি থেকে চলবে আগারগাঁও স্টেশন পর্যন্ত। আগামী ৫ আগস্টের মধ্যে শেষ করতে টানা কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা।

এতে ২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত সমালোচিত ইস্যুগুলো তুলে ধরা হয়েছে শিল্পকর্মের মাধ্যমে। অবশ্য ধারাবাহিকভাবে শাহবাগ থেকে মিরপুর-১০ পর্যন্ত হবে হবে এই গ্রাফিতি।

একটি পিলারের এক পাশে সাল ও শিরোনাম এবং বাকি তিন পাশে রয়েছে এক বছরের সমালোচিত তিনটি ঘটনার খণ্ডচিত্র।

নানা রঙের সংমিশ্রণে দৃষ্টিনন্দন এ চিত্রশৈলীতে উঠে এসেছে পিলখানা ট্র্যাজেডি, খালেদা জিয়ার কারাবরণ, সীমান্তের কাঁটাতারে ফেলানীর মরদেহ, শাপলা চত্বরে গণহত্যা, রাতের ভোট, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সাগর-রুনি হত্যাকাণ্ড, রানা প্লাজা ধস, বিরোধী নেতাদের নির্বিচারে গ্রেফতার, কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনে হামলা, পুলিশি দমন-পীড়ন, তনু ধর্ষণ, প্রশ্নপত্র ফাঁস, পুরান ঢাকায় বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা, ক্যাঙারু কোর্ট, নিমতলিতে অগ্নিকাণ্ড, করোনার ভুয়া টেস্ট এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চিত্র।

শনিবার (১২ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, তুলির আঁচরে আঁকা এসব চিত্র দেখছেন পথচারীরা। আর বাস যাত্রীদের অনেকেরই দৃষ্টি যেন সেদিকে।

পথচারী রহমত উল্লাহ নীরব বলেন, এর মাধ্যমে বিগত সরকারের অপকর্মের চিত্র ফুটে উঠেছে। এটি নিজেদের জন্য বার্তা হিসেবে নিতে পারে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসা সরকার। তিনি এর জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক এমপি বলেন, ‘গ্রাফিতির মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যায় কাজগুলো চিত্রায়িত করা একটি ইতিবাচক উদ্যোগ। আশা করি এর মাধ্যমে ভবিষ্যতে অন্যরাও শিক্ষা নেবেন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানান, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে গ্রাফিতির উদ্যোগ নিলেও সম্পূর্ণ কাজ করছেন ঢাবি ও জবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা নামে মাত্র সহযোগিতা করছি। এ গ্রাফিতি অন্যদের জন্য বিশেষ বার্তা হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কারওয়ানবাজার থেকে ফার্মগেট পর্যন্ত পিলারে গ্রাফিতি আঁকা হয়েছে। আগামী ৫ আগস্টের আগে আপাতত বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত হবে।’

মেট্রোরেলের পিলারে আঁকা চিত্রে শুধু বিগত দেড় দশকের অন্যায়ের প্রতিচিত্র তুলে ধরা হচ্ছে। আর এ বছরের মধ্যে শাহবাগ থেকে কারওয়ান বাজার ও আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পিলারগুলোতে থাকবে ৩৬ জুলাই আন্দোলনের প্রতিচ্ছবি। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কায়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে: নাহিদ
কালীগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে কোরআন খতম, আলোচনা ও দোয়া
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধী রফিকুলকে অটোরিক্সা প্রদান
২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লংমার্চ টু গোপালগঞ্জ’: ইনকিলাব মঞ্চ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রতিদিন বাংলাদেশ এর নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহ কে সংবর্ধনা।
নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮
কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন
নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com