বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


একসঙ্গে প্রীতম-জেফার, শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:৫৫ PM

সংগীতশিল্পী হিসেবে নিজেকে আগেই প্রমাণ করেছেন প্রীতম হাসান, অভিনয়েও তিনি দারুণ চৌকশ। অন্যদিকে কন্ঠশিল্পী জেফার রহমানও কম যান না। গানের পাশাপাশি তিনিও অভিনয় করেন সুযোগ পেলেই। সুনামও কুড়িয়েছেন অভিনয়ে।

এবার এই দুই গানের মানুষকে নিয়ে শিহাব শাহীন নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘তুমি আমি শুধু’। যার মাধ্যেম প্রীতম-জেফার প্রথমবার জুটি বেঁধেছেন।

নির্মাতা জানিয়েছেন, রোমান্টিক-কমেডি নির্ভর এই ওয়েব ফিল্মের শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।

‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্ম বিষয়ে শিহাব শাহীন বলেন, “তুমি আমি শুধু’ একটি কমেডি ড্রামা জনরার ওয়েব সিনেমা। বিঞ্জের জন্য নির্মাণ করার কথা হয়েছিল দুই বছর আগে। সেটা পেছাতে পেছাতে এখন এসে শুটিং শেষ করেছি। গত কোরবানির ঈদের আগে আমি এটার কাজ শেষ করেছি।”

প্রীতম এবং জেফারের জুটি নিয়ে বেশ আশাবাদী এই নির্মাতা। এ বিষয়ে তিনি বলেন, “কাছের মানুষ দূরে থুইয়া’-তে এর আগে আমি প্রীতমের সঙ্গে কাজ করেছিলাম। আমিতো জানিই, দর্শকরাও জানেন, প্রীতম কত ভালো অভিনেতা। জেফার বরাবরই অভিনয়ে অত্যন্ত সিনসিয়ার এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এখানে। খুব ভালো অভিনয় করেছেন। ওদের দুজনের চমৎকার একটি রসায়ন দেখতে পাবেন দর্শক এই ওয়েব সিনেমায়।”

সিনেমার গল্প প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘এটি একেবারেই ভিন্ন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। আমি আসলে আগেই গল্পটি বলতে চাই না। এটা রহস্য থাকুক। তবে আমি বলবো, প্রীতম এবং জেফারের রসায়ন দর্শক খুব পছন্দ করবেন।’

বলা প্রয়োজন, দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রসারের ক্ষেত্রে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস উদ্ভাবিত ‘সুখী’ অ্যাপের ছয়টি বিজ্ঞাপন নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে কাজ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, প্রার্থনা ফারদিন দীঘি, রুকাইয়া জাহান চমক, নাসির উদ্দিন খান, মামনুন হাসান ইমন ও ইরফান সাজ্জাদ।

উল্লেখ্য, শিহাব শাহীন ২০০১ সালে ‘ঘূর্ণি’ নাটকের মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৫ সালে তার নির্মাণে ‘রমিজের আয়না’ দারুণ জনপ্রিয়তা পায়। ২০১৫ সালে তার প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ প্রশংসিত হয়। তার নির্মিত ওয়েব সিরিজগুলো তাকে ওটিটি প্ল্যাটফর্মে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। যার মধ্যে ‘সিন্ডিকেট’, ‘মাইসেল্ফ আলেন স্বপন’, ‘গোলাম মামুন’ উল্লেখযোগ্য।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রংপুরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
গাজীপুর জেলায় আসন বাড়বে, কমবে বাগেরহাটে: নির্বাচন কমিশন
মব সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট
অর্থসংকটে বন্ধ শুটিংয়ের ক্যাম্প, ডরমেটরির অবস্থাও করুণ
বাংলাদেশের শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত: বাণিজ্য সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কোরিয়া মুসলিম কমিউনিটির বাৎসরিক শিক্ষা সফর ২০২৫
দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ
ঝিনাইগাতী সদর বাজারে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা
উলিপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ ১৩ জন আহত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com