রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


শাবনূরের নামে ভুয়া পেজ ভেরিফায়েড, নেবেন আইনি পদক্ষেপ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:২৭ PM

একটি প্রতারক চক্র চিত্রনায়িকা শাবনূর সেজে ফেসবুক পেজ ভেরিফায়েড করে নিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে বিষয়টি টের পান শাবনূর। পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা শাবনূরকে সেই ফেসবুক পেজের লিংক ও স্ক্রিনশর্ট পাঠানোর পর নিশ্চিত করেন, সত্যায়িত শাবনূর নকল।
তবে সেখানে যা যা তথ্য দেওয়া রয়েছে, তা আসল শাবনূরের। এ নিয়ে উদ্বিগ্ন এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর।
 
তিনি বলেন, ফেসবুকে আমার নামে শত শত আইডি ও পেজ। যারা আমার নামে পেজ ভেরিফায়েড করেছে, তাদের উদ্দেশ্য মোটেও সৎ নয়। এই প্রতারক চক্র আমার নাম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও অপকর্ম করতে পারে। হয়তো এরই মধ্যে করেছেও যা আমরা কেউ জানি না। এমনকি যারা এই কাজটি করেছে, তাদের কাছে হয়তোবা আমার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্রের তথ্য আছে। না হলে তো ভেরিফায়েড করতে পারত না। সবাই আমাকে জানানোর পর, বিষয়টি নিয়ে আমি চিন্তিত।

শাবনূর জানান, তিনি এরই মধ্যে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) শেষে তিনি এটি পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন।

এই চিত্রতারকা বলেন, আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকে কেউ এই পেজ চালায়। এর পেছনে একাধিক মানুষ জড়িত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ থাকবে, এ ধরনের প্রতারক চক্রের পরিচয় যেন তারা সামনে আনেন। 

শাবনূর জানালেন, নকল শাবনূর সেজে যে পেজটি সত্যায়িত করা হয়েছে, সেখানে মোট ফলোয়ার ৬ লাখ ৫৯ হাজারের বেশি। তার আসল আইডি এবং পেজে যা যা কিছু পোস্ট করা হয়, তা পর মুহূর্তে সেই পেজে পোস্ট করা হয়। খুবই কৌশলে পেজটি চালানো হয়। আমি আসলে সবচেয়ে বেশি চিন্তিত এই কারণে, পেজটি যেহেতু সত্যায়িত, সবাই ভাববে এটি আমারই। এরপর আমার হয়ে যেকোনো ধরনের অন্যায়, অপরাধ করতে পারে, যার কোনো কিছুই হয়তো আমি জানি না, দায়টাও আমার নয়। আমি ফেসবুক কৃর্তপক্ষকেও বিষয়টি অবহিত করছি।

বেশ কয়েক বছর ধরে শাবনূর চলচ্চিত্রে অনিয়মিত। তিনি এখন বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। তার একমাত্র সন্তান আইজান নিহান অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করছে।  







আরও খবর


 সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচন সবার জন্য চ্যালেঞ্জের হবে: সিইসি
নির্বাচন আয়োজন ভন্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা
চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
ছাত্রদের কোনো ব্যবস্থা হয়নি, উপদেষ্টাদের সব হয়েছে: নাসীরুদ্দিন পাটওয়ারী
এদেশে খুনিদের জায়গা নেই: প্রেস সচিব
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
গাজীপুরে স্বেচ্ছাসেবক দল নেতাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com