প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ১১:৩৪ PM
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হয়েছে। এবার এই রুটে ১২ থেকে ১৩টি লঞ্চ যাত্রী পরিবহণ করবে।
মঙ্গলবার (৩ জুন) প্রথম দিনে অর্ধডজন নৌযান যাত্রী পরিবহন করেছে।
পদ্মা সেতুর উদ্বোধনের পর অবিরাম লোকসানে থাকা লঞ্চ মালিকরা এবার ঈদে যাত্রী বৃদ্ধির আশায় বুক বেঁধে রয়েছেন। তবে কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করায় লঞ্চে যাত্রীর চাপ চাহিদার চেয়ে কম। তবে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়বে বলে জানিয়েছে লঞ্চ সংশ্লিষ্টরা। এছাড়া সরকারি রেট অনুযায়ী বিশেষ সার্ভিসে সিঙ্গেল কেবিন এক হাজার, ডাবল দুই হাজার এবং ডেক ৪০০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির নেতারা। পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চ সার্ভিসে ধস নামে। যাত্রী সংখ্যা তলানিতে নেমে যাওয়ায় লঞ্চ মালিকরা রোটেশনে মাত্র ২-৩টি লঞ্চ চালিয়ে আসছিল। তবে এবার ঈদের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। এদিকে লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে ঈদের আগের ও পরের তিন দিন মালবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়।
সুন্দরবন লঞ্চের মাস্টার মো. আলম বলেন, যাত্রী সংকটে থাকা এ রুটে ঈদে চাপ বেশি থাকে। সেই আশায় বুক বেঁধে আছে লঞ্চ সংশ্লিষ্টরা। তবে এবার বৈরী আবহাওয়ার কারণে যাত্রীর চাপ কিছুটা কম। কয়েক দিন পর যাত্রী বাড়বে বলে জানান তিনি। বরিশাল বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা) শহিদুল ইসলাম বলেন, ঈদে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। টার্মিনালে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কাজ করবে।