প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৮:০৪ PM
“পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে” এই প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন নয় বছর পূর্তি উপলক্ষে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলতে থাকে।
অভিযানে বিডি ক্লিনের ৯৬ জন সদস্য ৬টি দলে বিভক্ত হয়ে কালীগঞ্জের বিভিন্ন হাসপাতাল, হাটবাজার, সড়ক, স্কুল-কলেজ মাঠ ও রেলস্টেশন এলাকা পরিষ্কার করেন। তারা জানান, শুধু এদিনই নয়—উপজেলার অন্যান্য স্থানে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার কার্যক্রমও চলমান থাকবে। যত্রতত্র আবর্জনা ফেলার কারণে পানি প্রবাহে বাধা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়; এ ধরনের উদ্যোগে এ সমস্যাগুলো অনেকটাই নিরসন হবে বলে তারা আশা প্রকাশ করেন।
কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। কুমিল্লা মিষ্টি ভাণ্ডারের মালিক স্বপন ঘোষ বলেন, “এ এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা জমে পানি আটকে থাকত। দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছিল। এখন পরিষ্কার করায় আমরা সবাই উপকৃত হব।”
কালীগঞ্জ বিডি ক্লিনের সমন্বয়ক হুমায়ুন করিম বলেন,
“বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন। নয় বছর ধরে আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পাশাপাশি জনগণকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছি, যাতে সবাই নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা ফেলে। শহরকে পরিষ্কার ও বাসযোগ্য রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।