শনিবার ২৩ আগস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৩:৫৩ PM আপডেট: ২২.০৮.২০২৫ ৪:২৪ PM

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে আবুল হাশেম (৫০) ও ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। তবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে প্রাইভেটকার চালক আবুল হাশেম ইউর্টান এলাকায় ঢাকামুখি প্রবেশ করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি সিমেন্টবোঝাই কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে প্রাইভেটকারটি চাপাপড়ে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা চার যাত্রী নিহত হন। একই সময়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন। ঘটনার প্রায় দুই ঘণ্টাপর হাইওয়ে ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

কালীগঞ্জে বিডি ক্লিন এর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
চকরিয়া থানা হেফাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা
লক্ষ্মীপুরে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গাজীপুরে মৎস্যজীবী দলের আলোচনা সভা
ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায় আগামী ৪ সেপ্টেম্বর
সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, যা বলছে পুলিশ
উপদেষ্টা পরিষদের এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাস
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com