প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৬:২৫ PM
ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন নেত্রকোণা সাংবাদিক ফোরাম ঢাকা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরায় সংগঠনটির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও আজকালের খবর সম্পাদক ফারুক আহমেদ তালুকদার সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।
এতে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিক মুহাম্মদকে সভাপতি এবং বাংলাদেশ পোস্টের চিফ রিপোর্টার শওকত আলী খান লিথোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দুই বছরের জন্য ঘোষিত কমিটিতে আরো রয়েছেন-সিনিয়র সহ-সভাপতি দিলীপ সরকার (এশিয়ান এইজ), সহ-সভাপতি বিশ্বজিৎ দত্ত (আমাদের অর্থনীতি), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার (মানবকণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তুহিন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক বাহরাম খান (ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মুহম্মদ মোফাজ্জল (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক মোক্তাদির হোসেন প্রান্তিক (ভিওডি বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আকবর আলী (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (আবাস), নারী বিষয়ক সম্পাদক বনশ্রী ডলি (একুশে টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ উর রহমান (নাগরিক টিভি), সংস্কৃতি সম্পাদক মামুন খান (বাংলাভিশন), প্রশিক্ষণ ও জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম কচি (আজকের সংবাদ), শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (ফাইনান্সিয়াল এক্সপ্রেস)।
কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ তালুকদার (আজকালের খবর), মাসুদ করিম (যুগান্তর), আব্দুস সেলিম (দিনকাল), গোলাম মঈন উদ্দিন (বাসস), রাজন ভট্টাচার্য (বাংলাদেশ প্রতিদিন)।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহিদ, ২৪ সালের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত এবং নেত্রকোণার দুই কৃতি সন্তান কবি হেলাল হাফিজ ও অর্থনীতিবিদ ড আনিসুর রহমানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, আয়কর বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শায়রুল কবির খানসহ সংগঠনের ৬৪ জন সদস্য উপস্থিত ছিলেন।