সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬জনের মৃত্যু ঘটনার ঘাতক বাস চালক গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ৩৪)
শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে শেরপুর-নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং সেন্টারের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক চালক মো. সুমন (৩৪) কে ৩০ ডিসেম্বর সোমবার মধ্য রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‌্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা। র‌্যাব-১৪, সিপিসি-১ মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: নাজমুল ইসলাম মঙ্গলবার(৩১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ঘাতক বাস চালক মো. সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘিরচর গ্রামের মো. আব্দুল মোতালেবেট ছেলে। 
জানা গেছে, রোববার(২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শেরপুর জেলাস্থ সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-নকলা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সিএনজি যাত্রীসহ (রেজি নং- ময়মনসিংহ-ত-১১-৩৯৫০) শেরপুর-নকলা মহাসড়কে পিটিটিআই ট্রেনিং সেন্টারের সামনে পৌছামাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস  (রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২) এর চালক দ্রুত ও বেপরোয়া গতিতে সজোরে সিএনজি গাড়ীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মৃত্যুবরণ করেন। সে সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করলেও ঘাতক চালক কৌশলে পালিয়ে যায়।

এঘটনায় নিহত সিএনজি চালকের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৪, তাং- ২৯-১২-২৪ ইং, ধারা-৯৮/১০৫ সড়ক পরিবহন আইন ২০১৮। পরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর সোমবার রাতে রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মো. সুমনকে গ্রেপ্তার করে। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মো. সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

আবুল হোসেন মজুমদার এর মজুমদার মিউজিক স্টেশন শীঘ্রই শুভ উদ্বোধন
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কমিশন, কুমিল্লায় মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার
কৃষি জমির মাটি কাটার অপরাধে কালীগঞ্জে ভ্রাম্যমানের আদালতের মাধ্যমে জরিমানা
নতুন বছর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
কমিউনিটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বড় পরিকল্পনা ইউনিক মার্কেটের
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
রুবেল আজিজ আবারও বনানী ক্লাবের সভাপতি
কালীগঞ্জে অনলাইন ক্যাসিনোতে ধ্বংস হচ্ছে যুব সমাজ
রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ
নালিতাবাড়ীতে অবৈধ বালুমহাল: ভ্রাম্যমান আদালতের জরিমানা ও কারাদণ্ড
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com