প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:১৯ পিএম (ভিজিট : ১৩)
ত্রিশাল মটর মালিক সমিতির সভাপতি ও দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার সম্পাদক আ ন ম ফারুক বলেছেন, স্থানীয় পরিবহন ব্যবস্থাপনা ও মোটরযান মালিকদের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে কাজ এই মালিক সমিতি কাজ করবে। তিনি বলেন, সমিতির নামে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এিশাল বাস স্ট্যান্ড এলাকায় যানযট মুক্ত করতে সিএনজি যাতে না দাড়াতে পারে সে জন্য বিকল্প স্থানে নেওয়া হবে। রবিবার নবগঠিত এিশাল মটর মালিক সমিতির সাথে মটরজান কর্মচারী ইউনিয়নের এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এিশাল মটর মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ শিহাব, সম্মানিত সদস্যমোঃ ইমরুল কায়েস, সারোার মোর্শেদ সোহেল, শামীম সোহাগ। শ্রমিক নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন ত্রিশাল মটর যান কর্মচারী ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ আতিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল হাসেম, শালবন পরিবহনের ত্রিশাল স্ট্যান্ড কমিটির সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ। আ ন ম ফারুক আরো বলেন ত্রিশাল মালিক সমিতির দায়িত্ব হবে স্থানীয় পরিবহন সমস্যাগুলো সমাধান করা এবং যাত্রী ও মালিকদের সুবিধার্থে কার্যক্রম পরিচালনা করা। এটি জেলা ও স্থানীয় পর্যায়ের সমন্বয় উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং পরিবহন মালিক ও যাত্রীদের প্রয়োজন মেটানোর প্রতিশ্রুতির দেন।