| শিরোনাম: |
নতুন বছরে "সাদাকালো" শিরোনামে রিলিজ হলো কন্সট্যান্টের ব্যান্ডের নতুন গান। গতকাল ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬:০০ টায় গানটি রিলিজ দেওয়া হয়েছে ব্যান্ড-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে। রক ঘরানার ব্যান্ড কন্সট্যান্টের জন্ম ২০০৫ সালে। ২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে তাদের বের করা ‘স্বপ্নমিছিল’ মেঘবালিকা, ক্ষমা, প্রভৃতি গানগুলি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এরপর দেশের সর্ববৃহৎ ৭১টি ব্যান্ড এর ব্যান্ড মিক্সড এ্যালবাম ‘আমাদের ৭১’-এ স্থান পেয়েছে তাদের ‘স্বাধীনতা’ শিরোনামের গান।
