শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা-শ্যামল        উকিল আব্দুস সাত্তারের বিএনপি থেকে পদত্যাগ        বছরের শেষ সূর্যকে বিদায় দিতে সৈকতে ভিড়        বছরের প্রথম দিন সব শিক্ষার্থী বই পাবে কি?        থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলের ১০টি পয়েন্টে ডাইভারশন        মাহির মনোনয়ন চাওয়া নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী        কেউ আক্রমণ করলে ছাড় দেবো না : কাদের       


শারদীয় দুর্গোৎসব: সম্প্রীতির মেলবন্ধন
মানিক লাল ঘোষ
প্রকাশ: রবিবার, ২ অক্টোবর, ২০২২, ৭:৫৯ PM

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের মতে অশুভ শক্তির বিরূদ্ধে শুভশক্তির বিজয়ে মা দুর্গার মর্ত্যে আবির্ভাব।

ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী বছরে দুবার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শরতে শারদীয় দুর্গাপূজা আর বসন্তে হয় বাসন্তী পুূজা। মেধামুনির আশ্রমে রাজা সুরথ ও সমাধি বৈশ্য কর্তৃক প্রথম  প্রতীমার পূজাই বাসন্তী পূজা নামে অবিহিত। আর শ্রী রামচন্দ্র রাবন বধ করে সীতা উদ্ধারের জন্য দক্ষিণায়নে শরৎকালে ১শত ৮টি  নীল পদ্মে পূজিত হন দেবী।  রামচন্দ্র দেবতাদের শয়নকালে দেবীকে  নিদ্রা থেকে জাগ্রত করে পূজা করেছিলেন বলে এটি অকালবোধন নামে পরিচিত। শরৎকালে রামচন্দ্রের এই পূজাই  আমাদের শারদ উৎসবের স্বীকৃতি পায়।

দুর্গা প্রতিমার কল্পনা কতদিনের  তা সঠিকভাবে জানা না গেলেও  প্রাচীনকাল থেকে বিভিন্নভাবে  মায়ের প্রতিমা কল্পনা করে শক্তি পূজার প্রচলন ছিল এদেশে। সিন্ধু উপত্যকায় আবিষ্কৃত প্রাগঐতিহাসিক যুগের অসংখ্য পোড়ামাটির স্ত্রী মূর্তিগুলো মাতৃমূর্তির অতীতকালের নিদর্শন।
বাঙালি হিন্দুদের মাঝে কবে এই পূজার প্রচলন তার তথ্যানুসন্ধানে জানা যায় যে মোঘল সম্রাট  আকবরের সুবেদার রাজা কংস নারায়ণ রায় বাংলার দেওয়ান ছিলেন। তিনি পন্ডিত রমেশ শাস্ত্রীর পরামর্শে মহাযজ্ঞ না করে  দুর্গাপূজা করেছিলেন। ব্যক্তিগত পূজায় যখন সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত হয়ে পড়ে তখনই প্রয়োজন হয়ে পড়ে সার্বজনীন পূজা আয়োজনের। ১৭৯০ সালে হুগলী জেলায় ১২  জন বন্ধুর প্রচেষ্টায় প্রথম বারোয়ারি পূজার আয়োজন । তারপর থেকেই এই পূজা পরিণত হয় সর্বজনীন উৎসবে।

কালের পরিক্রমায় আবহমান বাংলায় সকল ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে এই বাংলায় বাস করায় শারদীয় দুর্গোৎসব শুধু হিন্দুদের একার উৎসবে নয়, পরিণত হয় সর্বজনীন উৎসবে। সকল ধর্মের এমন নিরাপদ আবাস ভূমি পৃথিবীর আর কোথায়  অছে? প্রতিটি পূজা মন্ডপে দর্শনার্থীদের যে ভীড়, কে যে কোন্ ধর্মের আর কেইবা কোন বর্ণের তা বোঝাই কষ্টকর। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেনো মিলেমিশে একাকার এই শারদীয় উৎসবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলেন, "ধর্ম যার যার উৎসব সবার"। 
বৈশ্বিক মহামারী করোনার প্রভাব  পড়েছে গত দুই বছর আমাদের সকল উ’ৎসবে। বাঙালির জীবনে গত দুবছর ছিলোনা বাংলা নববর্ষ ১ লা বৈশাখের বর্ণাঢ্য আয়োজন। ঈদুল ফিতর ও ঈদুল  আজহায় ছিলোনা না কোনো প্রাণের ছোঁয়া। শারদীয় দুর্গাপূজায় গত ২ বছর ছিল  শুধুই পূজার আনুষ্ঠানিকতা। উৎসবের ঘাটতি ছিল মনে ও প্রাণে।

নিজের জীবন, পরিবারের সদস্যদের জীবন, সর্বোপরি দেশের সাধারণ মানুষের  নিরাপত্তার কথা ভেবে  করোনার প্রথমবার স্বাস্থ্য বিধি মেনে সাত্ত্বিক পূজায়  সীমাবদ্ধ রেখে শেষ হয়  শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গত বছর করোনা সংক্রমন কম থাকায় উৎসব তার স্বাভাবিকতা ফিরে না পেলেও  দীর্ঘ ১ বছর বন্দী জীবন থেকে  বেরিয়ে এসে পূজার আনন্দ  ভালোই কেটেছে শিশু কিশোরদের। আসলে যে যাই বলুক না কেন কোনো উৎসবেই আগের মত বড়দের মন টানে না। নানাবিধ  টেনশন ও ভাবনা ঘিরে রাখে তাদের। 

 মহান স্রষ্টাকর্তার অশেষ কৃপায় ও সরকারপর নানামুখী পদক্ষেপে করোনা সংক্রমণ একেবারে না  কমলেও ভয়কে জয় করেছে বাঙালি।  অনেকটা আগের অবস্থায় ফিরেছে উৎসবের  আমেজ। বর্ণিল অলোকসজ্জার ঝলকানি পূজা মন্ডপের চারদিকে। করোনা সংক্রমণের কারণে ২০২০ সালে কমে ছিল পূজা মন্ডপের সংখ্যা।   বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য  অনুযায়ী ২০১৯ সালে সারাদেশে মন্ডপের সংখ্যা  ছিলো ৩১ হাজার  ৩৯৮টি । ২০২০ সালে করোনায় তা কমে দাঁড়িয়েছিল ৩০ হাজার ২২৩টিতে। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ৩২ হাজার ১১৮ টি। এবার পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে আরো ৫৯ টি। সারাদেশে এ বছর ৩২ হাজার ১৬৮ টি মন্ডপে পূজা  অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর পূজা মন্ডপের সংখ্যা ২৪১ টি, যা গত বছরের থেকে ৬ টি বেশি। প্রতিবার পূজামন্ডপে পূজারীদের  মায়ের কাছে ব্যক্তিগত সুখ-সমৃদ্ধি চাওয়া-পাওয়ার প্রত্যাশা থাকলেও গত দুবছর ধরে সব চাওয়া পরিণত হয়ছে করোনা  সংকট থেকে মুক্তি পাওয়ার প্রার্থনায়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি বাঙালির জীবনে আবার যেনো সব উৎসবের আমেজ ফিরে আসে, বন্দীজীবন থেকে পৃথিবীর সব মানুষ যেনো  মুক্তির আলোতে ফিরে আসে মা দুর্গতি নাশিনীর কাছে এমন প্রার্থনা ছিলো সবার। 

শত সংকট, স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনায় অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে বাঙালি। মন্ডপে-মন্ডপে দর্শনার্থী ও পূজারীর উপস্থিতি এবার চোখে পড়ার মতো। সংকট উত্তরণ, উৎসবে অংশগ্রহণ, আন্দোলন-সংগ্রামে বাঙালিকে কী বিধি নিষেধের বেড়াজালে  আটকে রাখা যায় ? বৈশ্বিক সংকট, সাম্প্রদায়িক অপশক্তির বিভিন্ন গোপন অপতৎপরতা ও  আগামী  জাতীয়  সংসদ নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘুদের নিরাপত্তায় নানাবিধ শংকা উপেক্ষা মেনে মন্ত্রী পরিষদের সদস্যগণ, সংসদ সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ  পূজামন্ডপ পরিদর্শন করেছেন। নিরাপত্তাসহ সার্বিক খোঁজ - খবর রাখছেন আইনশৃঙ্খলা বাহিনীর  দায়িত্বে নিয়োজিত সকল সংস্থা। তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্ডপে-মন্ডপে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা।
 
মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়সহ দেশের সকল নাগরিককে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। কামনা  করেছেন দেশ ও জাতির সমৃদ্ধির। সকল ধর্মের মানুষের অংশগ্রহণে পূজার উৎসবে  কোনো ঘাটতি ছিলনা সহযোগিতা, সহানুভূতি, সৌহার্দ্য ও সৌজন্যবোধ প্রকাশে। এরই নাম বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন অটুট থাক অনন্তকাল। অশুভ শক্তির বিরূদ্ধে শুভশক্তির সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ থাক  যুগ থেকে  যুগান্তরে-শারদীয় দুর্গোৎসবে এমন প্রত্যাশা দেশবাসীর।

লেখক, মানিক লাল ঘোষ :  ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com