প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৪৫ PM
বিদায় নিয়েছে ২০২২ সালের শেষ সূর্য। এটিকে স্মরণীয় করে রাখতে কক্সবাজার সৈকতে ভিড় জমিয়েছিলেন নানা বয়সের মানুষ।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সূর্যাস্তের সময় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
সৈকতে ঘুরতে আসা এক পর্যটক জানান, ভেবেছিলাম নতুন বছরকে বরণে বড় কোনো আয়োজন থাকবে। কিন্তু আসার পর সবকিছু ম্লান হয়ে গেছে। যদিও বিকেলের শেষ সূর্যাস্ত দেখতে পেয়ে ভালো লেগেছে। বন্ধুরা মিলে এ বছরের শেষ সূর্যাস্তকে বিদায় দিতে পেরেছি। এদিকে ইংরেজী নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায়ে নানা জায়গায় আয়োজন থাকলেও ব্যতিক্রম পর্যটন শহর কক্সবাজার। নেই কোনো আয়োজন। তবে ভিন্ন চিত্র তারকামানের হোটেলগুলোতে। তারকা মানের হোটেলগুলোতে আয়োজন থাকলেও তা বিশেষ শ্রেণির জন্য। ব্যাপক আয়োজনে হোটেলগুলোতে অতিরিক্ত কক্ষ বুকিং হয়ে গেছে ইতোমধ্যে।
উন্মুক্ত আয়োজন না থাকায় একদিকে যেমন ব্যবসায়ীরা হতাশ, অন্যদিকে পর্যটকদেরও আনন্দে কিছুটা ভাটা পড়েছে।
পর্যটকরাও বলছেন, বাইরে আয়োজন না থাকায় আনন্দে ভাটা পড়েছে তাদের। এদিকে সার্বজনীন আয়োজন বন্ধ থাকায় হতাশ ব্যাবসায়ীরা।
কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, উন্মুক্ত আয়োজন বন্ধ থাকলেও পর্যটকরা যেন নির্বিঘ্নে নতুন বছরকে বরণ করে নিতে পারেন সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
তিনি আরও জানান, থার্টিফার্স্ট নাইটকে ঘিরে ইতোমধ্যে সৈকত ছাড়াও বিভিন্ন স্পটে বাড়ানো হয়েছে পুলিশী তৎপরতা।