বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৭ অগ্রহায়ণ ১৪৩১
 
শিরোনাম: জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা-শ্যামল        উকিল আব্দুস সাত্তারের বিএনপি থেকে পদত্যাগ        বছরের শেষ সূর্যকে বিদায় দিতে সৈকতে ভিড়        বছরের প্রথম দিন সব শিক্ষার্থী বই পাবে কি?        থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলের ১০টি পয়েন্টে ডাইভারশন        মাহির মনোনয়ন চাওয়া নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী        কেউ আক্রমণ করলে ছাড় দেবো না : কাদের       


থার্টিফার্স্ট নাইটে হাতিরঝিলের ১০টি পয়েন্টে ডাইভারশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:৩৩ PM

৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট ঘিরে রাজধানীতে জন-শৃঙ্খলা ও যানবাহন-শৃঙ্খলা নিশ্চিত করতে সাময়িক কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক-তেজগাঁও বিভাগের পক্ষ থেকে এক নির্দেশনায় এই উদ্যোগের কথা জানানো হয়।

তেজগাঁও ট্রাফিক বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বর রাত ১০টা থেকে পরদিন রোববার ১ জানুয়ারি ২০২৩ ভোর ৫টা পর্যন্ত হাতিরঝিল এলাকার প্রধান ১০টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে। আজ রাত ১০টা থেকে হাতিরঝিল অভিমুখে যাওয়ার রামপুরা ইউলুপে গাড়ি চলাচল বন্ধ থাকবে। তবে সাধারণ জনগণ চলাচল করতে পারবেন।

ডাইভারশনগুলো হলো- মহানগর ব্রিজ দক্ষিণ মাথা, মধুবাগ ব্রিজ দক্ষিণ মাথা, মধুবাগ ব্রিজ পশ্চিম মাথা (বিএসটিআই পর্যন্ত), সিদ্দিক মাস্টারের গলি, কুনিপাড়া, নুর ফার্মেসি গলি, হ্যাপী গার্মেন্টস গলি-১, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গলি, রেইনবো ক্রসিং ও হোটেল আজমেরী ক্রসিং। সেই সাথে অতিরিক্ত গতিতে চালানো মোটরসাইকেল এবং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে যানবাহন চলাচলের উপযুক্ত ব্যবস্থা বাস্তবায়নকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

সড়ক ব্যবহার সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে ডিসি (ট্রাফিক তেজগাঁও): ০১৩২০-০৪৫২০০, এডিসি (ট্রাফিক তেজগাঁও): ০১৩২০-০৪৫২০১, এসি (তেজগাঁও ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১২, এসি (শেরেবাংলা নগর ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১৮ ও এসি (মোহাম্মদপুর ট্রাফিক জোন): ০১৩২০-০৪৫২১৫ কল করার অনুরোধ জানানো হয়েছে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com