প্রকাশ: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:৫৫ PM
প্রবাসী কল্যাণ ব্যাংকের গফরগাঁও উপজেলায় ১০২তম শাখার শুভ উদ্বোধন করা হয় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ১০ আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ও ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান ড.মনিরুস সালেহীন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান । এছাড়া প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গফরগাঁও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ফাহমী গোলন্দাজ বাবেল বলেন,দালালদের কপ্পরে আর নয় এখন থেকে বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক আপনাদের পাশে থাকবে সব সময়।বিদেশ যেতে যে কোন সমস্যার সমাধান এই ব্যাংকের মাধ্যমে করতে পারবেন।তিনি উপস্থিত সবাইকে এই ব্যাংকের চমৎকার কর্মতৎপরতার কথা জানান দিতে সবাই কে অনুরোধ করেন।